সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ট্র্যা’কে দৌ’ড়া’বে ওরিয়েন্ট এক্সপ্রেস, ট্রেনেই আ’ছে পানশালা-রেস্তোরাঁ, জেনে নিন টিকিটের দা’ম

এযেনো চলন্ত এক রাজপ্রাসাদ , ঝাঁ চকচকে সমস্ত কিছু, দেখে মনে হবে তার অভ্যন্তরীণ বিলাসবহুলতা। দেখে আপনার মনে হতে বাধ্য এটি একটি পাঁচতারা হোটেল, তবে আসলে কিন্তু আদৌ সেটা নয়। কারণ এটি একটি রেল।

শুনে আপনার অবাক লাগতেই পারে, কিন্তু সত্যি এটাই। ট্রেন রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় ওরিয়েন্ট এক্সপ্রেস। এই ট্রেনের জন্ম কিন্তু এখন নয়, একেবারে ১৮৮৩ সালে শুরু এই ট্রেনের যাত্রা। ১৮৮৩-২০০৯ সাল পর্যন্ত পরিষেবা দিয়েছে এই ট্রেন।

এই ট্রেনের কোম্পানি ইন্টারন্যাশনাল ডেস ওয়াগন-লিটস’, তারাই এই ট্রেন বানিয়েছিল এটি একটি বেলজিয়ান কোম্পানি। এই ট্রেনের পরিষেবা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ রাখা হয়েছিল।

আরো পড়ুন: অর্পিতাকে সেভাবে চিনি না, মুখোমুখি জে’রা’য় দা’বি পার্থর

১৩৯ বছরের এই ট্রেন আবারও দৌড়োবে, তবে সেটা ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের সময় থেকে। নতুন ভাবে ট্রেনটি যখন আবার চালু হবে তখন মোট ১৭ টি কামরা নিয়ে চালু হবে।

নতুন রূপে নতুন সংস্কারে ফিরে আসছে এই ট্রেন তার মধ্যে রাখা হবে ১২ টি স্লিপিং কার। ট্রেন পুরানো হতে পারে কিন্তু এর মধ্যে কার ব্যবস্থা একেবারে উচ্চমানের।ট্রেনের মধ্যে রয়েছে তিনটি লাউঞ্জ, রেস্তোরাঁ পানশালা।

ভেতরকার নকশা ও ধরন প্রাচীন আমলের করে তোলা হয়েছে। কামরার অন্দর শয্যা যাতে সময়োপযোগী করা যায়, তার চিন্তাভাবনা রাখা হয়েছে। ট্রেনটিকে নতুন রূপে সাজানোর দায়িত্ব পড়েছে ফরাসি স্থপতি ম্যাক্সিমে ডি’আঞ্জেকের ওপর। এখন তারা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন।