Home টাকাপয়সা এবার গিফ্টেও দিতে হবে ট্যাক্স! উপহারে কতো কর দিতে হবে?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার গিফ্টেও দিতে হবে ট্যাক্স! উপহারে কতো কর দিতে হবে?

বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতরা প্রত্যেকেই গিফট নিয়ে আসেন। নব দম্পতিকে আশীর্বাদ করে তাদেরকে উপহার দেন। শুধু তাই নয় স্বামী-স্ত্রী দুজনই দুজনকে নানান রকম উপহার দিয়ে থাকেন। শুধু বিয়ে নয় বিবাহ বার্ষিকী জন্মদিন এবং যে কোন আনন্দ অনুষ্ঠানে উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে।

কিন্তু আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী এই উপহারের উপরেও বসে ট্যাক্স। বিশেষ করে হিন্দু পরিবার থেকে প্রাপ্ত উপহারের উপর কর আরোপের বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করেছে আয়কর বিভাগ।

সার্কুলার অনুযায়ী উপহারকে কোন দাবিহীন বা কোন স্থাবর অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। মূলত ৫০ হাজার টাকার উপরে উপহারের উপর ট্যাক্স প্রযোজ্য হয়। স্থাবর অস্থাবর সম্পত্তি হিসেবে বাজার মূল্যের চেয়ে অবশ্য অনেকটাই কমে এই ট্যাক্স দিতে হয়।

যদি কোন ব্যক্তি তার পরিবারকে উপহার দেয় তার মূল্য ৫০ হাজার টাকার বেশি হয় তবে সেক্ষেত্রে কর দিতে হবে। স্বামী বা স্ত্রী একে অপরকে উপহার দিলে অবশ্য সেক্ষেত্রে কর বসবে না। ভাই বোন একে অপরকে উপহার দিলেও কোনো রকম কর নেওয়া হবে না।

এছাড়া স্বামী-স্ত্রীর ভাই-বোন যদি উপহার দেয় সেক্ষেত্রেও কোনো রকম করা আরোপ করা হয় না। বংশধর যদি কোন উপহার দেয় কিছু তবে সেক্ষেত্রেও হবে না কোন কর আরোপ।

আয়কর আইন অনুযায়ী দিয়ে উপলক্ষে প্রাপ্ত উপহারের উপর কোন রকম কর দিতে হয় না। তবে এমন উপহার যদি আপনি পান যা করের আওতায় আসে সেক্ষেত্রে কর দেওয়া বাঞ্ছনীয়।