সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলিযুগের কর্ণ! ৬০০ কো’টি’র স’ম্প’ত্তি গরিবদের দা”ন করে দিলেন স্বাধীনতা সংগ্রামীর ছেলে

মায়া, দয়া এখন গোটা বিশ্বে নেই। চারিদিকে শুধু হিংসা, বিদ্বেষ, মারামারি, ক্ষোভ ,অহংকার। চারিদিকে শুধু কে কাকে মেরে কতটা অর্জন করবে সেটাই ধান্দা। বর্তমান সময়ে মানুষকে সাহায্য করার মত মানুষ হয়তো গোটা পৃথিবীতে গুনতি কয়েক আছে। একদিকে যেমন গোটা পৃথিবী জুড়ে স্বার্থের দিনকাল শুরু হয়েছে ঠিক তার উল্টো দিকেই জীবনের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে গরীবকে সাহায্য করলেন এক ব্যক্তি।

যা কিছু সম্পত্তি ছিল সমস্ত কিছুই বিলিয়ে দিলেন এবং এই বিলিয়ে দিয়েই তিনি হয়ে উঠলেন কলিযুগের কর্ণো । গল্পটি উত্তরপ্রদেশের মুরাদাবাদের শিল্পপতি ডক্টর অরবিন্দ কুমার গোয়েলের। যিনি এই বর্তমানে এখন আলোচনার একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন।

জীবনের সমস্ত সম্পত্তি প্রায় ৬০০ কোটি টাকার সম্পত্তি সমস্তকিছুই গরিবদের মধ্যে তিনি দান করে দিলেন, থাকার জন্য শুধুমাত্র মুরাদাবাদের সিভিল লাইনে তৈরি একটি বাড়িতেই তিনি তাঁর জায়গা হিসেবে বেছে নিলেন। জানা গেছে গোয়েল বাবু তাঁর সম্পত্তি রাজ্য সরকারের কাছে দান করেছেন।

আরো পড়ুন: সুপারফাস্ট আয়ের সু’যো’গ! বি’রা’ট চিন্তাভাবনা করছে টাটা, আপনিও হবেন লাভবান

রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যজুড়ে ১০০ টিরও বেশি গড়ে তোলা হবে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিক্ষাপ্রতিষ্ঠান। জানা গেছে করোনার আবহাওয়াতে তিনি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সাহায্য করার জন্য।

করোনা আবহাওয়াতে মুরাদাবাদের ৫০ টি গ্রামকে তিনি নিজের দখলে রেখে সেখানকার মানুষদের বিনামূল্যে ওষুধ এবং খাবার বিলি করেছিলেন। সমস্ত সম্পত্তি দান করার এই সিদ্ধান্তের রাজি হয়েছেন ডক্টর গোয়েলের পরিবার। এই সিদ্ধান্তে খুশি ডক্টর গোয়েলের স্ত্রী এবং দুই ছেলে ,এক মেয়ে।


গত সোমবার এই সমস্ত সম্পত্তি দান করেন ডক্টর গোয়েল এটি সংবাদমাধ্যমকে জানান যে এই সিদ্ধান্তটি তিনি ২৫ বছর আগে নিয়েছিলেন। ডক্টর গোয়েনের বাবা ছিলেন প্রমোদ কুমার এবং মা শকুন্তলা দেবী যারা ছিলেন স্বাধীনতা সংগ্রামি। সংবাদমাধ্যমের তরফ থেকে ডক্টর গোয়েলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন এই ধরনের সিদ্ধান্ত তিনি নিলেন।

এই প্রশ্নের উত্তরে ডক্টর গোয়েল ২৫ বছরের পুরনো একটি গল্প তুলে ধরলেন সংবাদমাধ্যমের কাছে। তিনি জানান, তিনি ট্রেনে করে ভ্রমণ করেছিলেন সেই সময়ে ঠান্ডার সময় হঠাৎ করেই তিনি দেখতে পান যে একজন দরিদ্র লোক ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছেন সেই মুহূর্তে ডক্টর গোয়েল তাঁর জুতো খুলে তাকে দিয়ে দিয়েছিলেন।

কিন্তু সেই ঠান্ডাতে তাঁরও কষ্ট হচ্ছিল সেদিনে তিনি বুঝতে পারেন যে গোটা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এই ভাবে কষ্ট পাচ্ছে। সেই সময়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সময় থাকতে থাকতে যাদের সম্পত্তির প্রয়োজন যারা গরীব, তাদের সম্পত্তি অনেক কাজে লাগবে। গরিবদের সাহায্য করার জন্য ডক্টর গোয়েল অনেক সম্মান পেয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, এপিজে আবদুল কালামের তরফ থেকে।