সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ্যাকোরিয়ামের সবথেকে দা’মি মাছ এটিই, দা’ম আড়াই কোটি টা’কা!

বিশ্বের সবচেয়ে দামি অ্যাকোরিয়ামের মাছের দাম শুনলে অবাক হবেন আপনি।অনেকেই শখে বাড়িতে অ্যাকোরিয়াম সাজিয়ে রঙিন মাছ পোষেন। অনেক মনরোগ বিশেষজ্ঞরা বলে থাকেন, মানসিক চাপ কাটাতে অ্যাকোরিয়ামের রঙিন মাছের খেলা অত্যন্ত কার্যকর। তবে যে মাছের কথা আজ বলছি, সেটি বিত্তবান ব্যক্তিরা বা রঙিন মাছের কারবারিরা বাড়ির অ্যাকোরিয়ামে রাখেন সৌভাগ্য ফেরাতে বা ধরে রাখতে। যাঁরা জ্যোতিষ বা গ্রহরত্নে বিশ্বাস করেন, তাঁরা যেমন নীলা বা নীলকান্তমনির ভাগ্য ফেরানোর আশ্চর্য ক্ষমতায় বিশ্বাস করেন, তেমনই এই মাছের উপরেও তেমনই আস্থা রাখেন অনেকে।

বিশ্বজোড়া কদর এশিয়ান আরোয়ানা মাছের । এটিই হল বিশ্বের সবচেয়ে দামি ‘পোষ্য’ মাছ। এশিয়া, আমেরিকার বিত্তবান, ধনী ব্যক্তিদের ঘরের অ্যাকোরিয়ামে এই মাছ শোভা বাড়ায়। বছর দুয়েক আগে হংকংয়ের একটি নিলামে এশিয়ান আরোয়ানার দর উঠেছিল প্রায় ৩ লক্ষ মার্কিন ডলার।

ভারতীয় মুদ্রায় হিসাব করলে হয় যা প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকার সমান। এশিয়ান আরোয়ানা আসলে দক্ষিণপূর্ব এশিয়ার মিঠে জলের মাছ। স্বাভাবিক মুক্ত জীবনে এই মাছ প্রায় তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি অত্যন্ত ক্ষিপ্র শিকারি।

আরোয়ানা মাছের বিজ্ঞানসম্মত নাম ‘ওস্টিও গ্লোসিড’ । মৎস্যবিজ্ঞানীদের মতে, টারসিয়ারি যুগের শেষভাগ থেকে এই মাছের অস্তিত্বের প্রমাণ মিলেছে। দক্ষিণ আমেরিকায়, আফ্রিকায়, অস্ট্রেলিয়ায় এর কিছু প্রজাতির সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে।