সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেউচা পাচামি প্র’ক’ল্পে’র জ’ট খু’ল’তে উদ্যোগ মমতার, আন্দোলনকারীদের স’ঙ্গে করবেন বৈ’ঠ’ক

দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের সমস্যা দূর করতে পারে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রায় একঘন্টা তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

আন্দোলনকারীদের দাবি ধৈর্য সহকারে শোনেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব। এই প্রকল্পে কাউকে বঞ্চিত করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

এই প্রকল্পের ইতিবাচক দিকগুলি আন্দোলনকারীদের বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে যারা এখনো জমি দিতে রাজি নন তাদের একটি প্রতিনিধিদল এদিন নবান্নে এসেছিলেন।

আরো পড়ুন: নেহেরু মিউজিয়ামের না’ম পা’ল্টে দিলেন মোদি, আজ উদ্বোধন, জানুন নতুন না’ম

এদের মধ্যে 9 জনের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। 30 মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে চার দফায় নিজেদের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দেউচা পাচামি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীকে বলেছেন এদিনের বৈঠকের পর তাদের অনেক ভুল ধারণা দূর হয়েছে।

তারা নিজ গ্রামে গিয়ে বাকি বাসিন্দাদের সেকথা বোঝাবেন বলে জানিয়েছেন। তারপর নিজেদের সিদ্ধান্ত প্রশাসনকে জানাবেন আন্দোলনকারীরা। এদিন জমি দিতে অনিচ্ছুকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য এই প্রকল্পের জন্য মোট 3400 একর জমির প্রয়োজন। ওই জমিতে প্রায় সাড়ে চার হাজার পরিবারের বাস। এদের মধ্যে 1908 জন জমি দেওয়ার পক্ষে অনুমতি দিয়েছেন।

3400 একর জমির মধ্যে 1 হাজার একর জমি সরকারের হাতে রয়েছে। এদিনের বৈঠকের পর বাকি জমিও সরকারের হাতে চলে আসবে বলে আশাবাদী প্রশাসন।