সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেহেরু মিউজিয়ামের না’ম পা’ল্টে দিলেন মোদি, আজ উদ্বোধন, জানুন নতুন না’ম

দেশের ইতিহাস থেকে গান্ধী এবং নেহেরু পরিবারের নাম মুছে দেওয়ার প্রয়াসে আরো এক ধাপ এগোল মোদি সরকার। এবার নয়াদিল্লির তিনমূর্তি ভবনের নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এন্ড লাইব্রেরীর নাম বদলে প্রধানমন্ত্রী সংগ্রহালয় রাখা হল।

বৃহস্পতিবার দেশের 14 জন প্রধানমন্ত্রীর অবদানের স্বীকৃতি হিসেবে গড়ে তোলা স্মৃতিসৌধ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী বুধবার টুইটারে লিখেছেন 14 ই এপ্রিল বেলা এগারোটার সময় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে।

এখানে প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সকলকে এই জাদুঘরটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আরো পড়ুন: বিশ্বকাপ জ’য়ে’র কৃতিত্ব শুধু ধোনি কে’ন পা’বে? বাকিরা কি লস্যি খে’তে গিয়েছিল!: হরভজন সিং

লোকসভা ভোটের আগে ভারতের সব প্রধানমন্ত্রীর অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে এই সংগ্রহশালা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী।

গতবছর স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ দেওয়ার সময় জানিয়েছিলেন এ পর্যন্ত ভারতের সব প্রধানমন্ত্রীর জীবন এবং কাজের নানাদিক আমজনতার কাছে তুলে ধরা হবে। মৃত্যুর আগে 16 বছর দিল্লির তিনমূর্তি ভবনেই কাটিয়ে ছিলেন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু।

জহরলাল নেহেরুর মৃত্যুর পর তার বাসভবন তিন মূর্তি ভবন সংরক্ষণের ভার নিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরে তা নেহেরু গবেষণা কেন্দ্র হয়ে উঠেছিল।

মোদি সরকারের এই পদক্ষেপে ঘোর আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। নেহেরুকে ইতিহাস থেকে মুছে দিতে চাইছে মোদি সরকার! এমনটাই দাবি জানাচ্ছেন তারা।