সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কী’ভা’বে উৎ’পত্তি হল ‘নিউজ’ ক’থা’টি’র? জে’নে নি’ন ব্যা’খ্যা

কীভাবে উৎপত্তি হল নিউজ কথাটির? জেনে নিন ব্যাখ্যা

খবরা-খবরকে ইংরেজিতে বলা হয় নি’উ’স, কিন্তু আমরা কি কখনো জানতে চেয়েছি যে ইংরেজি শব্দ নি’উ’জ’টি আসলে কোথা থেকে পাওয়া গেছে? অতীতেই নিউজ করাতের অর্থে বোঝানো হতো উত্তর অথবা পূর্ব-পশ্চিম অথবা দক্ষিণ এই চারদিকের নানান খবরা-খবর এই নি’উ’জ এর মাধ্যমেই।

কিন্তু এই কথা যে আসলে ঠিক নয়, এর কার সাথে জড়িয়ে আছে অন্য তথ্য যেটা একেবারেই ব্যাকরণ নির্ভর। নি’উ’জ কথাটি হল নিউ এর বহুবচন। কিন্তু অনেকেরই মতামত হতে পারে যে নিউ কথাটি হলো একটি বিশেষণ এটার তাই বহুবচন হতে পারবে না।

আসলে এখানে আছে ভাষাতত্ত্বের ব্যবহার। আসলেই ইংরেজিতে বিশেষণের বহুবচন নেই কিন্তু অন্য দিক থেকে রোমান গোত্রীয় ভাষায় ইংরেজিতে বিশেষণ রয়েছে।

অর্থাৎ স্প্যানিশ অথবা ফরাসি ভাষায় যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশেষণ রাখা হয় তাহলে সে ক্ষেত্রে বিশেষ্যর মতই হবে পু’রু’ষ লি’ঙ্গ এবং ব’চ’ন। ফরাসি তে একটি শব্দ অনুভব যার বহুবচন হচ্ছে nouvelles…. যেখান থেকে এসেছেন নিউ কথাটি যার বহুবচন হলো নি’উ’জ ।