সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোবরকে কা’জে লাগিয়ে ব্যাগ ও চপ্পল, ভারতের বি’স্ম’য় রিতেশ! বছরে আ’য় ৩৬ লক্ষ টা’কা

ভারতে গোরুর সংখ্যা বেশ ভালো তাই এখানে গোবর-গোমূত্র নানা কাজে লাগে। গোবরের অনেক কাজ রয়েছে। কখনো জ্বালানির কাজে ব্যবহৃত হয়, কখনো বা এটাকে কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়।

ছত্রিশগড় এর রাজধানী রায়পুরের এক ব্যক্তি গোবর থেকে বিভিন্ন জিনিস তৈরি করে গোটা ভারতবর্ষকে অবাক করে দিয়েছে। ওই ব্যক্তির নাম ঋতেশ আগারওয়াল।

তিনি গোবর থেকে ব্যাগ, প্রতিমা, ইট, মানিব্যাগ, আবির ইত্যাদি তো তৈরী করেছেন, সেই সাথে গোবর থেকে চপ্পলও বানিয়ে ফেলেছেন, যা দেখে কার্যত অবাক নেটবাসী। ঋতেশের মতে, এক কিলো গোবর থেকে 10 টি চপ্পল তৈরি করা সম্ভব।

চপ্পল প্রসঙ্গে ঋতেশ বলেন, বৃষ্টিতে তিন-চার ঘণ্টা ধরে চপ্পল গুলি ভিজলেও তা নষ্ট হবেনা, রোদে শুকিয়ে নিয়ে পুনরায় সেই চপ্পল ব্যবহার করা যায়।

ঋতেশের কাছ থেকে গোবরের তৈরি চপ্পল, আবির, মানিব্যাগ শেখার পর সেখানকার স্থানীয় লোকরা তার এই ব্যবসার সাথে যুক্ত হয়েছেন। এমনকি এই পরিশ্রম পিছু ঋতেশ তাদের রোজগারের ব্যবস্থা করেছেন।

ঋতেশ রায়পুর থেকেই ২০০৩ সালে গ্রাজুয়েট পাশ করেছেন। বেশ কয়েকটি কোম্পানিতে রিতেশ কাজও করেন, তবে কোথাও সেভাবে মন দিয়ে কাজ করতে পারে নি।

প্রসঙ্গত, 2022 এর বাজেট অধিবেশনে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ঋতেশ আগারওয়ালের হাতে তৈরি এক ব্যাগ নিয়ে বিধানসভায় হাজির হয়েছিলেন। ঋতেশ ও তার সংস্থার ওই ব্যাগটি বানাতে সময় লেগেছিল ১০ দিন।

এক সাক্ষাৎকারে ঋতেশ বলেন, “সমাজের জন্য কিছু করতে চেয়েছিলাম আমি, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমি রাস্তাঘাটে প্লাস্টিক জাতীয় কিছু খেয়ে গরু-বাছুরদের মৃত্যুর মুখোমুখি হতে দেখেছি, আবার এও দেখেছি অনেক গোরু রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছে। তাই আমি ২০১৫ সালে গোশালার এর সাথে যুক্ত হয়ে গো-সেবার কাজে নিযুক্ত হই। সেখান থেকেই আমার এইরূপ পরিকল্পনা।”