সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নদীতে স্নান করতে নে’মে ৮ বছরের নাবালককে গিলে খে’লো বি’রা’ট কুমির

নদীতে স্নান করতে নেমে কুমিরের পেটে চলে গেল ৮ বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুরের এলাকায়। স্থানীয় সূত্রের জানা যায়, গতকাল সোমবারের ঘটনা। চম্বল নদীতে স্নান করতে নামে সেই ৮ বছরের বালক।

আর সেখান থেকেই তাকে কুমির টেনে নিয়ে যায় ও গিলে ফেলে। এই খবর ছড়িয়ে যেতেই দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয় তার কারণে লাঠি দড়ি নিয়ে ছুটে আসে তার পরিবার ও গ্রামের লোক। কুমিরটিকে টেনে ডাঙায় তোলে তারা।

এরপরেই কুমিরটির পেট থেকে বাচ্চাটিকে বের করার দাবি জানায় পরিবার। যেভাবেই হোক কুমিরটির পেট থেকে বের করতে হবে বাচ্চাটিকে। এই খবর শুনে বনদফতরের কর্মীরা ছুটে আসে সেখানে। কুমিরটিকে ঘিরে রয়েছে গ্রামবাসীরা।

আরো পড়ুন: Zee News ছাড়ার পর ফের এক নতুন চ্যা’নে’লে জয়েন করলেন সুধীর চৌধুরী, জানালেন নিজেই

যেভাবেই হোক তারা এই অসাধ্য সাধন করবেই। এদিকে বনদফতর ও পুলিশ কুমিরটিকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করে। পরিবারের দাবি যতক্ষণ না কুমিরের পেট থেকে বাচ্চাটিকে বের করা যাচ্ছে ততক্ষণ তারা কুমিরকে ছাড়বে না।

এই নিয়ে অবশ্য রঘুনাথপুর থানার ইন-চার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, ৮ বছরের একটি শিশু চম্বল নদীতে স্নান করতে নেমেছিল। কিন্তু কুমির তাকে গিলে খেয়েছে ,যা নিয়েই পরে দারুন তোলপাড় শুরু হয়ে যায় গ্রামে।