সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় ব’ন্ধ হতে চলেছে ম’দ! খা’রা’প খবর ম’দ্য’প্রেমীদের জন্য

বাংলায় বিষমদে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের সেসব দিকে নজর নেই। বছর বছর মদ বিক্রি করে মোটা টাকার রাজস্ব আদায় করে রাজ্য সরকার। মদের বিক্রি বাড়ানোর জন্য নানা পন্থা অবলম্বন করা হচ্ছে।

আর এতেই কার্যত বর্তমানে বিষ মদ খেয়ে 6 জনের প্রাণ গিয়েছে। এই মুহূর্তে বিরোধীরা রাজ্যের মদ বিক্রি বন্ধ করার জন্য আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।

শুভেন্দু অধিকারী দাবি করেছেন মদ বন্ধ করা নিয়ে এবার বিজেপির মহিলা মোর্চা আন্দোলনে নামবে। এ বিষয়ে মহিলা মোর্চাকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

আরো পড়ুন: মা’রা’ত্ম’ক শ’ত্রু’তা! মাত্র ৬ মা’সে একই সাপ একই যুবককে ৭ বার কামড়েছে, আ’ত’ঙ্কে গো’টা পরিবার

বিজেপি নেতা জানিয়েছেন হাঁসখালি থেকে ময়নাগুড়ি পর্যন্ত মা-বোনেদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। এর পেছনে মদ অনেক বড় ভূমিকা নিচ্ছে। রাজ্যে মদ বিক্রি বন্ধ করার জন্য বিজেপির মহিলা মোর্চা, ব্লিচিং ফিনাইল, ঝাঁটা হাতে নিয়ে অভিযানে নামবে।

বিহার এবং গুজরাটের মতো রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ হয়েছে অনেক আগেই। সেই সমস্ত রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। এদিকে এই রাজ্যে বিষমদ খেয়ে প্রাণ হারানোর ঘটনা উত্তর উত্তর বাড়ছে।