সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোলগেট টুথপেস্টের আ’গে কি ছিলো? রইলো চমকপ্রদ ত’থ্য

টুথপেস্ট বলতে প্রথমেই কোলগেট কোম্পানির নাম মাথায় আসে। আজ সারা বিশ্বজুড়ে এই কোম্পানির রমরমা ব্যবসা চলছে। তবে কোলগেট যখন প্রথম পথ চলা শুরু করেছিল তখন টুথপেস্ট তৈরীর 10 বছর আগে কোলগেট পারফিউম তৈরি করত।

পারফিউম তৈরি এবং বিক্রি করা হতো। শুরুর দিকে কোলগেট টুথপেস্টকে কাঁচের বয়ামে রেখে বিক্রি করতো। 1873 সালে এই কোম্পানির ব্যবসা শুরু হওয়ার পর 23 বছর পর্যন্ত এভাবেই কোলগেট টুথপেস্ট বিক্রি করতো।

তারপর 23 বছর পরে 1928 সালে কোলাপসিবল টিউব চালু করা হয়। এইসময় কোলগেট প্রচার করতে শুরু করে পণ্যটিকে উন্নত করা সম্ভব হয়নি তাই টিউব উন্নত করা হয়েছে। কোলগেট কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম কোলগেট।

আরো পড়ুন: পু’ড়’ছে দিল্লি, তাপমাত্রা পৌঁ’ছে গেল ৪৬ ডিগ্রিতে

কোম্পানির প্রতিষ্ঠাতা এই কোম্পানির সাফল্য দেখে যেতে পারেননি। তার মৃত্যুর 16 বছর পর টুথপেস্ট ব্রান্ড তৈরি হয়। এ পর্যন্ত প্রায় 200 টি দেশে কোলগেটের সহায়ক সংস্থা আছে। আনুষ্ঠানিকভাবে মাত্র দুটি দেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে। এই দুটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত।

1968 সালে কোলগেটের এম এফ পি ফ্লোরাইডের সঙ্গে নতুন করে সংস্কার হয় যা দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। ভারতের প্রথম কারখানা স্থাপনের সাত বছরের মধ্যে কোলগেট বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হয়ে ওঠে। একটি সমীক্ষা অনুসারে কোলগেট পৃথিবীর একমাত্র ব্র্যান্ড যা বিশ্বের 50 শতাংশেরও বেশি পরিবার ব্যবহার করেন।