সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হায় রে! তী’ব্র গরমের মা’ঝে তৃণমূল বিধায়ক বি’ত’র’ণ করলেন কম্বল, দিলেন সাফাই!

তথ্য ও ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা

প্রচন্ড দাবদাহে কাঁপছে গোটা রাজ্য। প্রখর রোদে রাস্তায় বেরিয়ে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই রুদ্ধশ্বাস গরমে মাথায় হাত পড়েছে বঙ্গবাসীর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও বাড়ছে।এই অবস্থায় হিট স্ট্রোকের আশঙ্কাও দেখা দিয়েছে।

দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় লু এর সতর্কতাও জারি হয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।ইতিমধ্যেই রাজ্যের ১৯ জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এলাকার দরিদ্র মানুষদের জন্যে বিতরণ করলেন কম্বল।

এই ঘটনায় বিরোধীদের কাছে কার্যত ট্রোলের শিকার হলেন বিধায়ক। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, এই গরমে যেখানে করিমপুরে জলাভাব দেখা দিয়েছে,সেই অবস্থায় পানীয় জলের ব্যবস্থা না করে কম্বল বিতরণ চরম নির্বুদ্ধিতার পরিচয়।

আরো খবর: এবার ছেলে জীবনকৃষ্ণকে নিয়ে গো’প’ন কথা ফাঁ’স করলেন মা, তা’জ্জ’ব সকলেই

বিরোধীদের একহাতে নিয়েছেন বিমলেন্দু। তিনি বলেছেন, “সমালোচকরা সবকিছুতেই ত্রুটি খুঁজবেন,সমালোচনা করবেন। তাদের কথায় কান দেওয়ার দরকার নেই। সামনেই ইদ আসছে ।

সেই উপলক্ষে এলাকাবাসিদের মধ্যে বস্ত্র বিতরণ করেছি। এইসব জামা কাপড়ের সঙ্গে কিছু কম্বলও ছিল। তাই সেই কম্বলও তুলে দিয়েছি অনেকের হাতে। এইগুলি ভবিষ্যতে কাজে আসবে।”