সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফাঁ’সি’দে’ও’য়া ব্ল’কে’র মিলন’পল্লি এ’লা’কা জল’ম’গ্ন হও’য়ায় বি’পা’কে পড়ে’ছে স্থা’নী’য়’রা

ফাঁসিদেওয়া ব্লকের মিলনপল্লি এলাকা জলমগ্ন হওয়ায় বিপাকে পড়েছে স্থানীয়রা

সোমবার রাত থেকে এক টানা বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকে জল’মগ্ন ফাঁ’সি’দেওয়া ব্লকের মিলনপল্লি। এর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন সোমবার রাত থেকে এক টানা বৃষ্টি শুরু হয়েছে। এর কারণে আমাদের এই এলাকায় ৪০টি বাড়িতে জল ঢুকে গেছে।

আমরা সকাল থেকেই না খেয়ে বসে আছি। কি করবো কিছুই বুঝতে পারছি না। তবে এখনও পর্যন্ত আমাদের দেখতে কেউ আসেনি। এই ভাবে যদি সারাদিন বৃষ্টি চলতে থাকে তাহলে তো বাড়ি ঘর তলিয়ে যাবে। আমরা চাই প্রশাসন জল বের করার ব্যবস্থা করুক।

অপর এক স্থানীয় বাসিন্দা বলেন জলের কারণে রান্না ঘরের দেওয়াল ভেঙে পড়ছে। বাড়িতে ছোট ছোট বাঁচ্চা আছে তারা না খেয়ে বসে আছে। অপরদিকে জলমগ্ন হাওয়ার খবর পেয়ে স্থানীয় মিলনপল্লি স্পোটিং ক্লাবের সদস্য শুকনো খাবার নিয়ে পৌঁছে যায়। এবং জলমগ্ন স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।