সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জল’মগ্ন পু’রা’ত’ন মালদা পুরসভা’র অ’সং’র’ক্ষি’ত এ’লা’কা! সা’হা’য্যে’র আ’র্তি এলাকা’বাসীর

জলমগ্ন পুরাতন মালদা পুরসভার অসংরক্ষিত এলাকা! সাহায্যের আর্তি এলাকাবাসীর

মালদা, ৪ সেপ্টেম্বর : মহানন্দার জল ঢুকছে পুরাতন মালদা পুরসভার অসংরক্ষিত এলাকায়। বিপন্ন কয়েকশো পরিবার। ইতিমধ্যে ঘর ছাড়তে শুরু করেছেন তাঁরা। কিছু মানুষ স্থানীয় মাদ্রাসায় অস্থায়ীভাবে থাকতে শুরু করেছেন। অনেকে রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন। দুর্গতদের অভিযোগ, এই সংকটে শুধুমাত্র ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ছাড়া আর কেউ তাঁদের খোঁজখবর নিতে আসেনি।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে লাগাতার জলস্তর বেড়েছে গঙ্গা ও ফুলহরের। অবশ্য কয়েকদিন ধরে দুই নদীর জল কমতে শুরু করেছে। তবুও এই মুহূর্তে গঙ্গা ও ফুলহর বিপদসীমার ওপর দিয়ে বইছে। মহানন্দার জলস্তরও বেশ কয়েকদিন বাড়ার পর কমতে শুরু করেছে। শুক্রবার মহানন্দার জলস্তর ছিল ২০.৪৩ মিটার। কিন্তু ইতিমধ্যে নদীর জল ঢুকে পড়েছে পুরাতন মালদা পুরসভার ৮ ও ২০ নম্বর ওয়ার্ডের নীচু অংশে। সমস্যায় পড়েছে কয়েকশো পরিবার। বানভাসিদের জন্য এদিন থেকেই খুলে দেওয়া হয়েছে ওসমানিয়া হাই মাদ্রাসা। সেখানে অস্থায়ীভাবে আশ্রয় নিচ্ছেন অনেকে।

ঘর ছেড়ে রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নেওয়া ভাসানি হালদার বলছেন, ‘একমাত্র প্রাক্তন কাউন্সিলার ছাড়া আর কেউ আমাদের দেখতে আসেনি। কোনও খাবার পাইনি। একটু খাবার পেলে খুব ভালো হয়। খুব কষ্টে আছি।’ এখনও পর্যন্ত কেউ কোনও সহযোগিতা করেনি। আমরা একটু আশ্রয় আর প্রশাসনিক সহযোগিতা চাইছি।’