সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠিক কোন বয়সে বি’য়ে করলে ছেলেদের আয়ু বা’ড়ে?

সমাজে অনেক ভ্রান্ত ধারণার প্রচার রয়েছে যেমন – ছেলের একটু দেরি করে বিয়ে করা ভালো। তা হলেই চাকরি পেয়ে খানিকটা গুছিয়ে নিতে সুবিধা হবে। কিছুটা কম বয়সের মেয়েকে বিয়ে করলেও সুখী হবে বেশি। এ বার এ নিয়েই আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সমীক্ষা চালানো হল।

সকলেই বিয়ের পর সুখী দাম্পত্য জীবন কাটাতে চায়। কিন্তু সেই সুখ সবার কপালে থাকলে তবে তো! মূলত বিয়ে বিষয়টির ওপর একটা সম্পর্কের ধরণ নির্ভর করে তা সে মিষ্টি হোক বা তিক্ত।

তবে সাম্প্রতিক এই সমীক্ষায় বেশি জোর দেওয়া হয়েছে যাপনসুখের ওপর। সেখানে বলা হয়েছে, যে নিজের যাপনের ধরণ নিয়ে যতটা সন্তুষ্ট হবে, ততই তার বাড়বে আয়ু।

আরো পড়ুন: জ্যোতির্বিজ্ঞানীরা এবার খুঁ’জে পেলেন Super Earth, জানুন বি’শ’দে

আর সেই সমীক্ষাতেই উঠে এল এক গুরুত্বপূর্ণ তথ্য – মেয়েদের মতো ছেলেদেরও কম বয়সে বিয়ে করলেই সুখে থাকার আশা বেশি। আর এর কারণস্বরূপ গবেষকরা জানিয়েছেন, বয়স যত কম থাকবে, মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা তত বাড়বে।

২৫ বছর বয়সের মধ্যে মানানসই সঙ্গী পাওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে, তাই এই বয়সের মধ্যেই বিয়ে করা শ্রেয়। আর মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ কম থাকবে। বিয়ে বেশি দিন টিকবে। আর সংসার সুখের হলে আয়ুও বাড়ার সম্ভাবনা থাকে।