সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিনামূল্যে রেশন সবার জ’ন্য নয়! কি পদক্ষেপ নি’তে চলেছে কেন্দ্র?

একটা সময় করোনা মহামারীতে সবার উদ্দেশ্যে রেশন বিলি করেছে কেন্দ্রীয় সরকার। নিন্মবিত্ত খেটে কাওয়া মানুষ থেকে শুরু করে প্রায় সবাইকেই রেশন বিলি কয়া হয়েছিল এক সময়ে। রাজ্য কেন্দ্র মিলিয়ে এই কাজ করে এসেছে।

বিভিন্ন সময়ে মানুষের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়ে থাকে সরকার। কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা যায় যাদের আসলে সুবিধা পাওয়া দরকার তারা না পেয়ে সেই সিবিধা যেন অন্য কেউ পেয়ে বসেছে।

বিশেষ করে সমাজে এই ধরনের সুবিধা ভোগী মানুষদের অভাব তো নেই। অতিমারির সময় থেকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প ভারতে শুরু হলেও এখনও সেটা রয়ে গেছে।

আরো পড়ুন: যারা কুকর্মের স’ঙ্গে জ’ড়ি’ত তাদের ভালোবাসি না, দলীয় নেতাকর্মীদের স’ত’র্ক করলেন মমতা

কিন্তু এবার কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থা নিয়ে নানা অভিযোগের ভিত্তিতে দারুণ সব পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে সূত্রের খবর। এবার থেকে নাকি বিনামূল্যে রেশন পাওয়ার জন্য একটি নির্দিষ্ট আয়ের সীমা বেধে দেওয়া হয়েছে সেই আয়ের বেশী হলেই তারা আর পাবে না বিনামূল্যে রেশন।

সরকারি মারফতে বলা হয়েছে যে সমস্ত পরিবারের মাসিক আয় ১৫ হাজার টাকা বাঁ তাঁর বেশী তারা বিনামূল্যে রেশন আগামীতে আর পাবে না। ন্যাশনাল ফুড সিকিউরিটির আওতায় তারা আর পরবে না।

যদি এই সকল ব্যাক্তিরা এতদিন থেকে বিনামূল্যে রেশন পেয়ে আসছেন তাহলে তাঁদের অবিলম্বে জমা দিতে হবে রেশন কার্ড। কেন্দ্রীয় যেকোনো প্রকল্পের আওতায় সবার প্রথমে আসে উত্তরপ্রদেশ। এবার সেখানেও ঠিক আগেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এবার সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা ১৫ হাজার টাকা বাঁ তাঁর বেশী টাকা মাসিক উপার্জন করে থাকে তাঁদের সবাইকে ৩১ মের মধ্যে রেশন কার্ড জমা দিতে হবে। যদি কেউ এই নিয়ম অমান্য করে তাহলে তাঁর বিরুদ্ধে জুনা মাসের ১ তারিখ থেকে এফ আই আর করা হতে পারে।