সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ২২ জুন অম্বুবাচি, জানুন সময়

প্রত্যেক নারীর জীবনে ঋতুস্রাব খুব স্বাভাবিক ব্যাপার। দেবিদের মধ্যেও এই ঋতুমতী হওয়ার ব্যাপার থাকে। বছরের একটি নির্দিষ্ট সময়ে দেবী আদিশক্তি ঋতুমতী হন। প্রতি বছর সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থানকালে অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির ৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ১০ ডিগ্রি পর্যন্ত সময় কালে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়কালকে বলা হয় অম্বুবাচী। শাস্ত্রমতে অম্বুবাচী তিনদিন সর্বপ্রকার শুভ কর্ম থেকে বিরত থাকা উচিত।

শুভ কর্ম যেমন অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন ইত্যাদি। কৃষিকার্য সম্পর্কিত কোনো রকম কাজেই সময় করা উচিত নয়। চতুর্থ দিন থেকে কোনরকম বাধা পালন করতে হয় না। দেবী কামাখ্যা মন্দিরে এই বিশেষ উৎসব পালন করা হয়। আসুন দেখে নেওয়া যাক, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–

বাংলা– ৭ আষাঢ়, মঙ্গলবার।

ইংরেজি– ২২ জুন, মঙ্গলবার।

সময়– সকাল ৫টা ৩৯ মিনিট।

অম্বুবাচী নিবৃত্তি (শেষ)–

বাংলার– ১০ আষাঢ়, শুক্রবার।

আরও পড়ুন

স্নানযাত্রার মাহাত্ম এবং এই দিনের বিশেষ কিছু ফলদায়ী টোটকা
ইংরেজি– ২৫ জুন, শুক্রবার।

সময়– সন্ধ্যা ৫টা ৩৪ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–

বাংলার– ৭ আষাঢ়, মঙ্গলবার।

ইংরেজি– ২২ জুন, মঙ্গলবার।

সময়– রাত ২টো ০৫ মিনিট ৩৯ সেকেন্ড।

অম্বুবাচী নিবৃত্তি (শেষ)–

বাংলা– ১০ আষাঢ়, শুক্রবার।

ইংরেজি– ২৫ জুন, শুক্রবার।

সময়– রাত ২টো ২৮ মিনিট ৫৩ সেকেন্ড।