সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃহস্পতি-শুক্র গ্রহের যৌ’ব’ন অবস্থা, এই ৪ রাশির হাতে হঠাৎ টা’কা চলে আসবে!

জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে ১২ টি রাশি এবং ২৭ টি নক্ষত্রের। এই পৃথিবীর সব মানুষের সাথেই রাশির যোগাযোগ আছে। প্রতি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। আর সেই রাশির উপরই নির্ভর করে ওই ব্যক্তির চরিত্র কেমন হবে, ব্যক্তিত্ব ও স্বভাবই বা কেমন হবে। প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য একে অন্যের থেকে আলাদা হয়। গ্ৰহের অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনেও বদল আসে। রাশি পরিবর্তনের বিশেষ কিছু পরিস্থিতিতে মানুষের ভাগ্যের চাকা 360° ঘুরে যেতে পারে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিটি গ্রহের গোচরকালের পাঁচটি অবস্থা হল বাল্য, কিশোর, যুবক, বৃদ্ধি ও মৃত। এর মধ্যে গ্রহের নিজস্ব যৌবনাবস্থায় গোচর সবচেয়ে শুভ। আর এর ফলে সুপ্রভাব পড়ে মানুষের জীবনে। বর্তমানে বৃহস্পতি ও শুক্র দুই গ্রহই নিজের যৌবনে প্রবেশ করে মীন রাশিতে গোচর করছে।

যার ফলে ৪ রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব পড়তে চলেছে। আর এর ফলে এই জাতকদের আকস্মিক ধনলাভ ও উন্নতি হতে পারে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী আকাশ মণ্ডল ৩৬০টি অংশে বিভক্ত এবং এই ৩৬০টি অংশে স্থান পেয়েছে ১২ টি রাশি। প্রতিটি রাশি যেহেতু ৩০ অংশের অধিকারী, তাই কোনো গ্রহ এই রাশিতে প্রবেশ করলে সর্বাধিক ৩০ অংশ পর্যন্ত বিচরণ করতে পারে।

আরো খবর: অনুব্রত-র শা’রী’রি’ক অবস্থার অ’ব’ন’তি হলে দায়িত্ব ED-CBI-এর, বললেন শতাব্দী

অন্য দিকে প্রতিটি গ্রহের বাল্য, কিশোর, যুবক, বৃদ্ধ ও মৃত– এই পাঁচটি অবস্থার প্রতিটির ৬ অংশ করে গ্রহ বিচরণ করতে পারে। আর সেই অবস্থা অনুযায়ী ফলাফল প্রদান করে। যৌবন অবস্থায় সবচেয়ে দ্রুত ও ভালো ফলাফল প্রদান করে থাকে। এখন বৃহস্পতি ও শুক্র গ্রহের যৌবনে বিচরণ কালে কোন কোন রাশি লাভবান হবেন চলুন তবে জেনে নেওয়া যাক।

১) ​বৃষ রাশি : বৃষ রাশির জাতকদের কোষ্ঠীর লাভ স্থানে এই দুই শুভ গ্রহ উপস্থিত। তাই বৃহস্পতি ও শুক্র যৌবন অবস্থায় ভ্রমণ করার ফলে এই রাশির জাতক জাতিকারা অনুকূল ফলাফল পাবেন। এ সময়ে তাদের সমস্ত কার্য সিদ্ধ হবে। এছাড়া বিদেশের সঙ্গে জড়িত কাজ বা ব্যবসা করলে প্রচুর ধনার্জনের সুযোগ রয়েছে। পুরনো লগ্নির ফলেও ধনলাভ হতে পারেন। তাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে।

২) কর্কট রাশি : এই রাশির নবমে এই দুই গ্রহের বিচরণ হচ্ছে। দেব ও দৈত্য গুরুর এমন দশা কর্কট রাশির জাতক জাতিকাদের ধন লাভের জন্য অত্যন্ত শুভ। এ সময়ে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন এই রাশির জাতকরা। যেহেতু এই সময়ে তাদের গোচর কোষ্ঠীতে হংস ও মালব্য নামক রাজযোগ তৈরি হয়েছে, তাই সুখ-সুবিধা বৃদ্ধি হবে, তাই সমস্ত কার্যসিদ্ধি হবে এই রাশির জাতকের। দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের মধ্যে দিন কাটলে শীঘ্র শেষ হতে চলেছে তাঁদের সমস্ত সমস্যাও। এছাড়া এ সময়ে কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে বিদেশ যাত্রা খুব শুভ।

৩) ধনু রাশি : ধনু রাশির জন্য বৃহস্পতি ও শুক্রের যুবক অবস্থায় গোচর অত্যন্ত শুভ। মালব্য ও হংস নামক রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতকরা মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এ সময়ে ভাই-বোনের সহযোগিতার পাশাপাশি নানান ভৌতিক সুখ-সুবিধাও লাভ করবেন এই রাশির জাতকরা। আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করে মান-সম্মান লাভ করতে পারেন ধনু জাতক জাতিকারা।

৪) মীন রাশি : বৃহস্পতি স্বরাশিতে উপস্থিত হয়ে হংস রাজযোগ তৈরি করেছে, আবার উচ্চ রাশিতে উপস্থিত শুক্রের প্রভাবে তৈরি হয়েছে মালব্য যোগ। তাই বৃহস্পতি ও শুক্র যৌবন অবস্থায় ভ্রমণ করার ফলে এই রাশির জাতক জাতিকারা অনুকূল ফলাফল পাবেন। এ সময় মীন রাশির জাতক কাজ ও ব্যবসায় ভালো সাফল্য লাভ করতে পারবেন। তাদের আয় বৃদ্ধি হবে। পাশাপাশি তাদের পরাক্রম বৃদ্ধি হবে।