সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর মাত্র ৯৮ দি’ন, ফিজি দ্বীপে পা’ড়ি দি’লো নদীয়ার দুর্গা প্রতিমা

ছোটবেলা থেকেই নদীয়ার চাকদহের অনুপ গোস্বামী বিভিন্ন মূর্তি এবং স্ট্যাচু বানাতে ভালোবাসতেন। একসময় সেই নেশা পেশাতে পরিণত হয়ে যায়। অবশেষে তার হাতের তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিতে চলেছে বিদেশে। সাত ফুটের দুর্গামূর্তি ফিজি দ্বীপে পূজিত হতে চলেছে এই বছর। শুধুমাত্র দুর্গা মূর্তি নয়, শিব গণেশ হনুমানজি এমনকি রামচন্দ্রের মূর্তি পূজা করা হবে বিদেশে। আপাতত এই মুহূর্তে গুলি রাখা হবে ভারত সেবাশ্রম সংঘ তে।

ইতিমধ্যেই এই মৃৎশিল্পীর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পৌঁছে গেছে। তাই এবার ফিজিতে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে বিভিন্ন দেব-দেবীর পূজা করার জন্য বায়না দেওয়া হয়েছে অনুপ গোস্বামী কে। চাকদহ মূর্তি তৈরির কারখানা তৈরি করা হলেও অনুপবাবু এই কাজের প্রশিক্ষণ পেয়েছেন খোদ কলকাতার কুমোরটুলিতে।

অনুপ বাবুর চাকদহের কারখানায় মাটি থেকে ফাইবারের বিভিন্ন মূর্তি তৈরি করা হয়। তবে চাকদাহ থেকে সুদূর বিদেশে মাটির তৈরি মূর্তি নিয়ে যাওয়া যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ, তাই এই মূর্তিগুলি ফাইবারে তৈরি করা হয়েছে। বিগত চার পাঁচ মাস ধরে সানা পরিশ্রম করে এই মুহূর্তে গুলি তৈরি করেছেন অনুপ বাবু

দুর্গা মূর্তি প্রসঙ্গে তিনি বলেছেন, দূর্গা মূর্তির সঙ্গেই ফাইবারের বাকি মূর্তিগুলি একসঙ্গে জাহাজে পাড়ি দেবে। অস্ট্রেলিয়া যাওয়ার পথে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ প্যাকিং এর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে প্যাকিং এর কাজ চলছে, কয়েকজনের মধ্যেই কাজ শেষ করে বিদেশে পাড়ি দেবে এই মূর্তি গুলি।