সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নি’র্দি’ষ্ট মে’য়া’দের আ’গে’ই সা’রে’ন্ডা’র কর’তে চান এল’আই’সির প’লি’সি! জা’নু’ন কি কর’লে লা’ভ হবে

নির্দিষ্ট মেয়াদের আগেই সারেন্ডার করতে চান এলআইসির পলিসি! জানুন কি করলে লাভ হবে

এলআইসি বা জীবন বীমা পলিসি থাকাটা প্রতিটি মানুষের ক্ষেত্রে অত্যন্ত জরুরী। যাতে তার পরিবারকে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তবে অনেক সময় দেখা গিয়েছে যে না বুঝে শুনেই বহু গ্রাহক এলআইসি পলিসি নিয়ে বসে আছেন। তবে কিছুদিন পরে তারা টের পেয়েছেন যে এই পলিসি তাদের কোনো কাজেরই নয়। সে ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের আগেই পলিসি সারেন্ডার করার প্রবণতা দেখা যায় গ্রাহকের মধ্যে।

এলআইসির ক্ষেত্রে পলিসি সারেন্ডার করারও কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে। এবার থেকে এলআইসি পলিসি সারেন্ডার করার আগে এই নির্দিষ্ট বিষয়গুলো মাথায় রাখা জরুরী। লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের তরফে গ্রাহকদের পলিসি সারেন্ডার করার সুযোগ দেওয়া হয় বটে, তবে সেক্ষেত্রে কিন্তু ম্যাচুরিটির আগে পলিসি সারেন্ডার করে দিলে পলিসির ভ্যালু কমে যাবে।

রেগুলার পলিসিতে পলিসি সারেন্ডারের ভ্যালু ক্যালকুলেশন করা সম্ভব হবে যদি পলিসি হোল্ডার তিন বছর পর্যন্ত লাগাতার প্রিমিয়াম দিয়ে থাকেন। ৩ বছরের আগে সারেন্ডার করলে ভ্যালু দেওয়া হবে না। এক্ষেত্রে পলিসি সারেন্ডার করার দুটি উপায় আছে। একটি হলো গ্যারেন্টিড সারেন্ডার ভ্যালু এবং অপরটি স্পেশাল সারেন্ডার ভ্যালু। প্রথম ক্ষেত্রে ৩ বছর পর সারেন্ডার করলে প্রথম বছরে দেওয়া প্রিমিয়াম ও অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য দেওয়া প্রিমিয়াম ছাড়া সারেন্ডার ভ্যালুর প্রিমিয়ামের ৩০ শতাংশ পাওয়া যায়।

প্রথম ক্ষেত্রে সারেন্ডার করতে চাইলে যত দেরিতে সারেন্ডার করবেন তত বেশি ভ্যালু পাবেন। আর স্পেশাল সারেন্ডার ভ্যালুতে মোট বিমার টাকা *(কতগুলি প্রিমিয়াম দেওয়া হয়েছে ) + মোট বোনাস) * সারেন্ডার ভ্যালু ফ্যাক্টর এই ফর্মুলায় স্পেশ্যাল সারেন্ডার ভ্যালু ক্যালকুলেট করা হয়ে থাকে। সিঙ্গেল প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে ১০ বছরের মেয়াদে পলিসি করে থাকলে দ্বিতীয় বছরে পলিসি সারেন্ডার করা যায়। তবে যদি ১০ বছরের অধিক মেয়াদে পলিসি সারেন্ডার করাতে চান তাহলে সেক্ষেত্রে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।