সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেনে নিন কে’নো রাষ্ট্রপতি নির্বাচন EVM-এ হয় না?

রাষ্ট্রপতি ভোট ব্যালটে বক্সে হয় । কিন্তু প্রশ্ন ওঠে এমন একটি প্রযুক্তির উপর ভিত্তি করে যেখানে লোকসভা এবং বিধানসভা ভোট হচ্ছে।

ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা বোতাম টিপে ভোট দিচ্ছেন এবং তাঁদের ভোটে যিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পান তিনি জয়ী নির্বাচিত হন অথচ রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি, রাজ্যসভার সদস্য এবং রাজ্য বিধান পরিষদে ভোট হয় ব্যালটে।

জানানো হয়েছে যে, পদ্ধতিতে অঙ্ক করে এই নির্বাচন হয় ইভিএমে ফল দিতে পারবে না। তাই ভোট হয় ব্যালটে। গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়।

আরো পড়ুন: তিনি কি সইফের স্ত্রী না বাচ্চা প্র’স’ব করার মেশিন? তৃতীয়বার মা হতে চলেছেন করিনা!

সংবিধানে এমনটাই বলা হয়েছে। অনুচ্ছেদ ৫৫ (৩) ধারা অনুসারে হয় এই ভোট। রাষ্ট্রপতি নির্বাচন হয় একক ভোটদানের মাধ্যমে ,আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে। এই ব্যবস্থা অন্যরকম। ভোটারকে প্রার্থীদের নামের টিক চিহ্ন দিয়ে জানাতে হয় মতামত।

প্রতিটি বিধায়কের ভোটের মান নির্ধারিত হয়, রাজ্যের মোট জনসংখ্যাকে বিধায়কের সংখ্যা দিয়ে ভাগ করে, তাকে আরও ১,০০০ দিয়ে ভাগ করার পর যে ফল বের হয়, সেই ফল অনুযায়ী। তাই রাজ্য অনুযায়ী বিধায়কদের ভোটের গুরুত্ব পরিবর্তিত হয়।