সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হ্যাল-র থেকে হা’ল’কা অথচ আধুনিক হেলিকপ্টার কি’ন’বে মরিশাস, চু’ক্তি স্বা’ক্ষ’র দুই পক্ষের

ভারতের জন্য দারুণ একটি খবর, একটা সময় বিদেশ থেকে ভারত কেবলমাত্র যুদ্ধাস্ত্র আমাদানী করত নিজেদের দরকারে। কিন্তু সময় বদলেছে , এবার ভারতের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা হ্যালের তৈরী হালকা হেলিকপ্টার রপ্তানী হতে চলেছে বিদেশে। ইতিমধ্যেই নাকি হয়ে গেছে দ্বিপাক্ষিক চুক্তি।ভারত মহাসাগরের একটি দ্বীপ মরিশাস, তাদের রক্ষী বাহিনীর জন্য ভারতের থেকে কিনতে চলেছে এই হেলিকপ্টার।

হ্যালের জেলারেল ম্যানেজার বি কে ত্রিপাঠি এই বিষয় নিয়ে জানিয়েছেন, মরিশাসের সাথে ইতিমধ্যেই দ্বিপাক্ষিক চুক্তি পর্যন্ত হয়ে গেছে।ভারতের পুরোনো চিতা ও চেতক এই দুটি ভারী হেলিকপ্টারের পরিবর্তে হ্যাল তৈরি করেছে এই বহুমুখী কাজে ব্যবহৃত হেলিকপ্টার এ এল এইচ মার্ক-৩, এর উন্নত ভার্সন এবার পাঠানো হবে মরিশাসে। লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে অশান্তি বাধার পর থেকেই এই হেলিকপ্টার পাঠানো হয়েছিল নিয়ন্ত্রণ রেখায়।

এই হেলিকপ্টার অন্যান্য হেলিকপ্টারের থেকে অনেকটাই হালকা, সাড়ে ৫ টন ওজনের এই হেলিকপ্টার।তবে এই হেলিকপ্টার ৭০ মিমি রকেট ব্যবহার করতে সক্ষম, কিন্তু যুদ্ধের জন্য তৈরী এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম নয়। তবে এই হেলিকপ্টার তার নতুন সংস্করণে আরও অনেক কিছুই সংযোজন করেছেন। মরিশাস এর আগে হ্যালের ডর্নিয়ার ডিও ২২৮ বিমান থেকে শুরু এল ইউ এইচ বিমান ব্যবহার করেছে।।