সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাদাখে সেনার হাতে দেশীয় প্রযুক্তির নতুন অ’স্ত্র পৌঁছে গে’লো

লাদাখে চীনের সঙ্গে লড়াই করার জন্য শক্তি বাড়াচ্ছে ভারত। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক একগুচ্ছ অস্ত্র তুলে দিলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অস্ত্র গুলির পূর্ব লাদখে ব্যবহার করা হবে।

আকাশ পথে চালক বিহীন নজরদারি ও শত্রুকে দ্রুত দেওয়ার ক্ষমতা রাখে এই অস্ত্রগুলো। ভারতীয় সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক অস্ত্রের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র পেয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো নজরদারির প্রয়োজনে অত্যাধুনিক যন্ত্র, সেই সঙ্গে নজরদারিতে ব্যবহার করার মতো নৌকা, রয়েছে ফিউচার ইনফান্টরি সোল্ডার্স অ্যাজ এ সিস্টেম, অ্যান্টি পার্সোনাল মাইন নিপুন, ইনফান্টরি প্রটেক্টেড মোবিলিটি ভেহিকেল।

আরো পড়ুন: নয়ডার ৪০ তা’লা জো’ড়া টাওয়ার ওড়ানোর তোড়জোড় শু’রু, সময় লাগবে মা’ত্র ১০ মিনিট

আধুনিক যোগাযোগ এবং সিগনালিং ব্যবস্থায় পারদর্শী বেশ কিছু যুদ্ধের সরঞ্জাম প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় সেনার হাতে তুলে দিয়েছেন এই দিন। লাদাখের দুর্গম এলাকাতে টার্গেট লক্ষ্য করে ট্যাংক চালানোর জন্য কিছু সরঞ্জামও এসেছে ভারতীয় সেনাবাহিনীর হাতে।

গত কয়েক বছর ধরে চীন লাদাখ সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে। তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ভারতও ধীরে ধীরে তৈরি হচ্ছে। প্যাংগং লেকে চীনের সেনাবাহিনীর তাৎপরতা ভারত কড়া নজরে দেখছে।

সেই সঙ্গে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সরঞ্জাম দিয়ে চীনকে রুখে দেওয়া হবে বলে আশা করছে ভারতীয় সেনা। এখন প্যাংগং লেকের দুই-তৃতীয়াংশ চিনের দখলে রয়েছে। এই এলাকাতে ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা বাড়ানোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে ভারতের হাতে।