সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার কৃষিক্ষেত্রে আ’মূ’ল পরিবর্তন! নতুন দিশা দে’খা’চ্ছে “গরুড়” ড্রোন

বাংলার কৃষি ক্ষেত্রে আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। এবার কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হবে গরুর। মহাভারতের সেই গরুর নয় বরং ড্রোন। ড্রোনের নাম গরুর। এই ড্রোনের সাহায্যে চাষের বিভিন্ন দিক খতিয়ে দেখা এবং চাষের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধনের কাজ চলছে। পরিকল্পনা করছে ভারতবর্ষের কৃষি বিজ্ঞান কেন্দ্র।

পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে কৃষি প্রধান রাজ্য হিসেবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ জানিয়েছে এই ড্রোন চাষের কাজে ব্যবহার করে নতুন দিশা দেখাবে। ইতিমধ্যে পাঁচটি কৃষাণ ড্রোন তৈরি করা হয়েছে।

পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি এলাকায় এগুলি চালানো শুরু হয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে নরেন্দ্রপুর এরপর নিমপীঠ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। ১০ কেজি ওজনের ড্রোন যেকোনো জায়গায় বহন করা সক্ষম হবে। এই ড্রোনে রয়েছে অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন রেডার।

আরো খবর: পুঞ্চে হা’ম’লা নিয়ে কাশ্মিরীদের উদ্দেশ্যে স’ত’র্ক’তা জা’রি করলো ভারতীয় সেনা

যেকোনো বড় গাছ থেকে ধাক্কা খাওয়া আটকাতে পারবে এই ড্রোন। অনেক উঁচুতে ওড়ার জন্য যথেষ্ট পরিমাণে কার্যকরী ভূমিকা নেবে এই রেডার। ম্যানুয়াল অপারেশন তো করা যাবে সেই সঙ্গে রয়েছে অটোমেটিক মুড অপারেশন। রয়েছে গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম

১৫ মিনিট পর্যন্ত উঠতে পারবে এই ড্রোন । এছাড়া পে লোড ছাড়াও কুড়ি মিনিট উড়তে সক্ষম হবে। চেন্নাইয়ের গারুদা এরোস্পেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা এটি তৈরি করেছে। ইতিমধ্যে পাঁচটি ড্রোন পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে।

ড্রোন তৈরি করার পর সেগুলো অ্যাপ্রুভ করেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। কীটনাশক ছড়ানো ফসলের উপর পর্যবেক্ষণ সহ আরও নানান কাজ করতে সক্ষম হবে এই ড্রোন।