সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিদেশে ছি’ন’তা’ই’কা’রী’দের ক’ব’লে অমিতাভ বচ্চন! মা’থা’য় হাত বিগ-বির

অমিতাভ বচ্চন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে “রাগী যুবক” হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন।অমিতাভ ‘বিগ বি’ নামেও পরিচিত।

চুরি – ডাকাতির মত ঘটনা বর্তমানে লেগেই রয়েছে। এই তিক্ত ঘটনার হাত থেকে বাদ যাননি বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ। কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন সেইদিনের সেই ঘটনা তিনি এখনও ভোলেননি। কাজের সূত্রে ইংল্যান্ডে গিয়েছিলেন অমিতাভ। তখন নব্বইয়ের দশক।

সেখানকার বস্টন প্রদেশে ছিনতাইবাজদের কবলে পড়েছিলেন তিনি। অমিতাভ জানিয়েছেন ,“যে হোটেলে আমি ছিলাম, সেখানকার লবিতে আমার গায়ে ইছাকরে রং ঢেলে দেয় ছিনতাইকারীরা। আমি তা বুঝতে পারিনি।

আরো খবর: WhatsApp থেকে Spam কল ঠে’কা’বে Truecaller, এক ক্লিকেই Unwanted কল ব্ল’ক

এরপর ওরা আমার সাহায্য করতে চায়। জ্যাকেট পরিষ্কার করার নাম করে,সুযোগ বুঝে আমার ব্রিফকেস নিয়ে পালিয়ে যায়।” এই ঘটনায় মহা বিপদে পড়েছিলেন তিনি। তিনি আরও বলেন,” ওতে আমার সমস্ত ডকুমেন্ট, পাসপোর্ট এবং কিছু টাকা ছিল ।

এই ঘটনায় আমি তখন আশাহত হয়ে পড়েছিলাম! মনে হচ্ছিল, কী করব এখন?” এরপর স্থানীয় পুলিশের সহায়তায় তিনি দেশে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন ।