সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়স শুধুই সংখ্যা! ৭১ বছর বয়সেও JCB থেকে শু’রু করে ১১ টি ভা’রী গাড়ি চা’লা’নো’র লাইসেন্স

বয়সটা কার্যত একটা সংখ্যা মাত্র, কোনো ফ্যাক্টর নয়। এই কথা আবার প্রমাণ করলেন রাধামনি আম্মা। 71 বছর বয়সী এই বৃদ্ধা বিরল কৃতিত্ব অর্জন করেছেন নিজের ইচ্ছে এবং জেদের বশে।

কেরালার এই বৃদ্ধা রোড রোলার, জেসিবি, এক্সকাভেটরের মত ভারী যানবাহন চালানোর ক্ষমতা রাখেন। তার কাছে এই ভারী যানবাহনের লাইসেন্স রয়েছে। দক্ষতার সঙ্গে নিয়মিত তিনি রাস্তায় এই ভারী যানবাহন চালাতেও পারেন।

1978 সালে তার স্বামী দেবিলাল একটি ড্রাইভিং স্কুল চালু করেছিলেন। তিনি রাধামনিকে গাড়ি চালানোর জন্য উদ্বুদ্ধ করেন। তারপর থেকেই বিভিন্ন ধরনের গাড়ি চালানো নেশা হয়ে দাঁড়ায় রাধামনির।

আরো পড়ুন: কেকে-র মুখে ও কপালে আঘাতের চি’হ্ন, অস্বাভাবিক মৃ’ত্যু’র মা’ম’লা পুলিশের

যদিও তিনি এমন সময় গাড়ি চালানো শিখেছিলেন যখন মহিলারা সেভাবে গাড়ি চালাতেন না। অনেকেই তাকে দেখে সমালোচনা করতেন। তবে তাদের কোনোদিন সেভাবে পাত্তা দেননি রাধামনি।

প্রথমে বাস এবং লরি চালানো শিখেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে বড় বড় যানবাহন চালাতে শুরু করেন। আপাতত তার কাছে 11 ধরনের বড় যানবাহন চালানোর লাইসেন্স রয়েছে।

2004 সালে স্বামীর মৃত্যুর পর তিনি তার স্বামীর ড্রাইভিং স্কুল পরিচালনা করতে শুরু করেন। বর্তমানে তিনি দেশের একমাত্র মহিলা 71 বছর এবং তার কাছে 11 ধরনের গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে।

রাধামনি অবশ্য এরপরে টাওয়ার ক্রেন চালানোর উদ্যোগ নিচ্ছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন তিনি। তার হাত ধরে বহু মহিলা ভারী যানবাহন চালাতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতে সকলে তাকে কুর্নিশ জানাচ্ছেন।