সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

WhatsApp থেকে Spam কল ঠে’কা’বে Truecaller, এক ক্লিকেই Unwanted কল ব্ল’ক

এই পৃথিবীর অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ whatsapp। Whatsapp এর মাধ্যমে যেমন মানুষের সঙ্গে যোগাযোগ রাখা ঠিক তেমনভাবেই হোয়াটসঅ্যাপে কল এবং ভিডিও কল করা যায়। নতুন নতুন নানান রকম ফিচার যুক্ত হয়েছে এই হোয়াটসঅ্যাপেই।

তবে অনেক সময় হোয়াটসঅ্যাপে দেদার অজানা ব্যক্তিদের কল আসছে।বিভিন্ন আইএসডি থেকে আসছে কল। সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ তারা দেখেছে ইথিওপিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া কেনিয়া ভিয়েতনাম ইত্যাদি দেশ থেকে কল আসছে।

আপনিও নিশ্চয়ই এইসব নম্বর থেকে কল পেয়েছেন। কারা কল করে? কেন এই ধরনের বিভ্রান্তিমূলক মেসেজ পাঠায় তা কি জানেন আপনি? Whatsapp বলছে এই ধরনের কল কিংবা মেসেজ আপনাকে এড়িয়ে চলতে হবে।

নিত্য নতুন ফাঁদ পেতে রয়েছে প্রতারকরা, তারা এইসব ইউজারদের টাকা আত্মসাৎ করবার চিন্তা করছে কলের মাধ্যমে।। এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম রয়েছে হোয়াটসঅ্যাপে কিন্তু তা সত্বেও আসছে বিভিন্ন ধরনের কল।

আরো খবর: কেন একই গান বারবার গুনগুন করি? এর পিছনে আসল কারণ কি?

মেটা কর্তৃপক্ষ whatsapp এর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি আরো খতিয়ে দেখছে। এতে হোয়াটসঅ্যাপকে এবার সাহায্য করতে নেমে পড়েছে ট্রুকলার। কলার আইডেন্টিফিকেশন ফিচার মিলবে এবার হোয়াটসঅ্যাপে ভয়েস কল এবং ভিডিও কল উভয় ক্ষেত্রেই এই সুবিধা আপনি পেতে পারেন।

এতদিন পর্যন্ত টেলিকম সার্ভিস দ্বারা স্বীকৃত কলগুলি এর আওতায় থাকত তবে এবার এর আওতায় থাকবে হোয়াটসঅ্যাপ। তাছাড়া থার্ড পার্টি অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ সিগন্যাল ইত্যাদি প্লাটফর্মে এগুলি পাওয়া যেত না। এই প্রসঙ্গে ট্রুকলারের সিইও আলান মামেডি জানিয়েছেন, বর্তমানে এই ফিচারটি বিটাফেজে এসেছে।

মে মাসের মধ্যে সমস্ত ইউজারদের কাছে এই সুবিধা পাওয়া যাবে বর্তমানে হ্যাকার এবং টেলি মার্কেটারদের ফোনে তিতিবিরক্ত হয়ে গিয়েছে সাধারণ মানুষ। এইসব স্প্যাম কল থেকে মানুষকে মুক্তি দিতেই পাশে দাঁড়িয়েছে ট্রুকলার।