সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূলের বি’রু’দ্ধে একের পর এক বি’স্ফো’র’ক ম’ন্ত’ব্য, কেঁ’দে ফেললেন কুনাল ঘোষ

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এমপি এমএলএ-দের বিশেষ কোর্টে আজ হাজিরা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

তিনি বলেন, তার দাঁতের চিকিত্সা করা হয়নি অথচ প্রভাবশালীদের উডবার্নে চিকিত্সা হয়। এখানেই থামেননি কুণাল ঘোষ । প্রশ্ন তোলেন, উডবার্ন কি হাসপাতাল, না কয়েদীদের আশ্রয়খানা? যাঁদের নাম সুদীপ্ত সেনের চিঠিতে আছে, তাঁরা দল বদলে ঘুরে বেড়াচ্ছেন।

এর আগে সারদা ও নারদা মামলায় যুক্ত থাকার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। রবিবার মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যের জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরো পড়ুন: সবকিছু ভু’লে যা’ন, এবার মাত্র ৭৫ টা’কা’য় ৩০ দিনের ভ্যালিডিটি, জেনে নিন সুবিধা গু’লো কি কি

তিনি বলেন, ‘তাকে যেন কেউ মনে করিয়ে না দেন যে তিনি মন্ত্রী নই। মন্ত্রী নিয়ে হ্যাংলামি নেই। মন্ত্রী হতে না পারলে যাদের জীবন অসম্পূর্ণ, এসব ক্রাইটেরিয়া তাদের।

মন্ত্রিত্ব জীবনের ক্রাইটেরিয়া হতে পারে না। এই অভিযোগ – পাল্টা অভিযোগ, দড়ি টানাটানির মধ্যে , কুণালের আজকের মন্তব্য নিঃসন্দেহে বিস্ফোরক বা বলাই যায় ।