Home দেশ সমুদ্রের ধা’রে ১৫ ফুটের ভেল শার্ক, পিঠে উ’ঠে সেলফি তুললেন কৌতুহলীরা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমুদ্রের ধা’রে ১৫ ফুটের ভেল শার্ক, পিঠে উ’ঠে সেলফি তুললেন কৌতুহলীরা

১৫ ফুটের লম্বা হাঙর যাকে ঘিরে দেখা গেল সমুদ্রের ধারে উওেজনা। এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শিকাকুলাম জেলার সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে দেখা পাওয়া গেল ১৫ ফিটের লম্বা একটি হাঙর।

এই হাঙরটিকে নিয়ে সেলফি তুলার ঝড় ইতিমধ্যেই বয়ে যাচ্ছে সমুদ্রসৈকতে, যদিও কিছুক্ষণের মধ্যেই ওই শহরটি আবার সমুদ্রে মিশে যায়। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন যে এত বড় মাপের হাঙ্গর তারা আগে কখনোই দেখতে পারিনি এই সমুদ্র সৈকতে।

গত বছরের ডিসেম্বরে বিশাখাপত্তনমে তানদানি সমুদ্রতে বড় মাপের একটি হাঙ্গর দেখা যায়, সেই হাঙরটি আটকে পড়েছিল জালে এবং যার লম্বায় ছিল ১৫ ফুট তবে হাঙরটিকে জালের থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছিল সমুদ্রের জলে।

আরো পড়ুন: বাড়ছে না পেট্রোল ও ডিজেলের দা’ম, দেশবাসীর ক’থা মাথায় রেখে বি’রা’ট পদক্ষেপ কেন্দ্রের

গোটা বিষয় নিয়ে জেলা বন কর্মকর্তা অনন্ত শংকর জানিয়েছিলেন, ওই বড় মাপের হাঙরটিকে বন বিভাগ জেল এবং বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছিল।

২০২১ সালের মার্চ মাসে এই রকম একটি ঘটনা ঘটেছিল ওড়িশায়। সেখানকার জেলেদের জালে ধরা পড়েছিল এই রকম বড়ো দুটি হাঙ্গর। কচ্ছপ, হাঙ্গর অনেক বেশি দেখা যায় উড়িষ্যার উপকূলে এবং বলা হয় যে ডটেড হোয়েল হলো সবথেকে বড় মাছ সাগরের।

তবে ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী তিনি এবং হাঙ্গরকে সব সময় ধরা হয় সংরক্ষিত প্রজাতির মধ্যে। ফিল্টার ফিডার হাঙ্গর বলেই পরিচিত দেওয়া হয়েছে তিনি হাঙ্গরকে, কারণ এরা ফিল্টার করে সমুদ্রের জল এবং ছোট ছোট প্ল্যাংকটন এদের খাদ্য।