সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ত্রী প্রেগ’নে’ন্ট, ভারতীয় সেনায় কর্মরত স্বামী গিয়েছেন তুরস্ক

গত ৬ ফেব্রুয়ারি যে ভূমিকম্প তুরস্কে হয়েছে তার কম্পনের মাত্র ছিল রিখটার স্কেলে ৭.৮। তুর্কি ও সিরিয়া সোমবার যে ভয়াবহ ভূমিকম্প অনুভব করেছে, তাতে দুই দেশের একটা বড় অংশকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হতে হয়েছে। রাস্তাগুলো পরিণত হয়েছে কংক্রিটের ধ্বংসস্তূপে । চারিদিকে এখনও চলছে মৃত্যু মিছিল।

ডাব্লিউএইচও জানিয়েছে, তুরস্ক এবং সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। দুটি দেশেই হাজার হাজার বাড়ি ও প্রাসাদ ধসে পড়েছে । ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

ইস্তাম্বুলের একজন তুর্কি সাংবাদিক ইব্রাহিম হাসকোলোলু জানিয়েছেন, “লোকেরা এখনও ঘরবাড়ির নিচে চাপা পরে রয়েছে, তাদের অতিদ্রুত সাহায্যের প্রয়োজন।”

আরো খবর: আমরা প্রায় সকলেই ট্রেনে চড়েছি, তবে ভারতীয় রেল স’ম্প’র্কে একথা গুলো জা’ন’লে ভি’ম’ড়ি খে’য়ে পড়বেন

আমাদের ভারত তাঁদের সাহায্যের জন্য পাঠিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর(NDRF) দল। সেই দলের অংশ হিসেবে তুরস্কে গিয়েছেন ভারতীয় সেনার হাবিলদার রাহুল চৌধুরী।

সেখানে গিয়ে যখন তিনি দুর্গতদের সাহায্য করছেন,তখনই বাড়ি থেকে আসে এক সুসংবাদ। বাড়ি থেকে টেলিফোনে খবর পান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। ইতিমধ্যে নাম ও ঠিক করে ফেলেছেন তিনি। নাম রেখেছেন ‘টার্কি চৌধুরী ‘।