সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমরা প্রায় সকলেই ট্রেনে চড়েছি, তবে ভারতীয় রেল স’ম্প’র্কে একথা গুলো জা’ন’লে ভি’ম’ড়ি খে’য়ে পড়বেন

ভারতীয় রেলকে বলা হয় ১৩০ কোটি মানুষের লাইফলাইন। যা দশকের পর দশক ধরে সেবা দিয়ে আসছে দেশের নাগরিকদের।
এই ভারতীয় রেল সম্পর্কে অনেকেরই কিছু অজানা তথ্য রয়েছে। এগুলি জানলে সত্যিই ভারতীয় রেল সম্পর্কে আপনার বুকের ছাতি চওড়া হবেই।

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে সিস্টেম,যার দৈর্ঘ্য ৬৮,১০৩ কিমি। শুনলে অবাক হয়ে যাবেন যে ভারতে ৭,৩২৫ টি রেল স্টেশন রয়েছে এবং ভারতীয় রেলওয়ে প্রতিদিন প্রায় ১৪৩০০ টি ট্রেন ট্র্যাকে দৌড়ায়।

ভারতের প্রথম ট্রেন চলেছিল ১৬ ই এপ্রিল ১৮৫৩ সালে,লর্ড ডালহৌসির আমলে, মুম্বই থেকে থানে পর্যন্ত। ভারতের এই সর্বপ্রথম প্যাসেঞ্জার ট্রেনে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল-সাহেব, সিন্ধু এবং সুলতা।

আরো খবর: এবার অত্যাধুনিক Waiting লাউঞ্জ শিয়ালদহ স্টেশনে, কত খরচ হবে? কি কি সু’বি’ধা আ’ছে?

ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ- কাশ্মীরের চেনাব রিভার রেলরোড ব্রিজ যার উচ্চতা প্রায় ১১৭৮ ফুট বা ৩৫৯ মিটার। ভারতের সবথেকে বড় নাম-এর স্টেশন হলো অন্ধপ্রদেশে রাজ্যের বেঙ্কটনরসীমারাজুবারিপেতা‘ (Venkatanarasimharajuvaripeta)।নামটির মধ্যে ২৯টি বর্ণ রয়েছে।

ভারতের সবথেকে ছোট নামের স্টেশনটি হল ওড়িশার ‘আইবি’(IB)। ভারতের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেনটি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ অথবা ট্রেন ১৮, যায় গতিবেগ ঘণ্টায় ১৮০কিমি পর্যন্ত।