সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার অত্যাধুনিক Waiting লাউঞ্জ শিয়ালদহ স্টেশনে, কত খরচ হবে? কি কি সু’বি’ধা আ’ছে?

এবার শিয়ালদায় তৈরি হতে চলেছে বিলাসবহুল ওয়েটিং লঞ্জ। একেবারে শীততাপ নিয়ন্ত্রিত যা চকচকে ফ্লোর যুক্ত এই বসার জায়গা। সেই ওয়েটিং রুমের নাম দেওয়া হয়েছে অভিবাদন, সেখানে থাকছে সমস্ত রকম বিলাসবহুল সুবিধা। বড় টিভি স্ক্রিন থেকে শুরু করে মাসাজ, স্পা, বসে খাওয়ার জন্য রুফ টপ।

মোট কথা একটা ৫ স্টার রেস্টুরেন্ট বললেও কম বলা হবে না।হঠাৎ করে কেউ দেখলে মনে করবে হয়তো এটা কোন বিমানবন্দরের লাউঞ্জ। ট্রেনের অপেক্ষায় যাতে মানুষকে বিরক্ত হতে না হয়, সেই কারণেই এই ব্যবস্হা। শিয়ালদহের ১৪ নম্বর প্লাটফর্মের ঠিক পাশেই এই নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে।

যেখানে রয়েছে সমস্ত রকম আরাম আয়েসের ব্যবস্হা। এসি এবং নন-এসি দুই ধরনের ওয়েটিং লাউঞ্জ রয়েছে। নন এসিতে কোনো টাকাই লাগবে না। এসিতে ঢুকলেই আপনাকে খরচ করতে হবে গাঁটের কড়ি।

আরো খবর: ভ্যালেন্টাইন ডে-তে স্বামী ১৫ হাজার টা’কা দিতে না পারায় কাঁ’চে’র গ্লাস দিয়ে মা’থা ফা’টা’লো স্ত্রী

ঘন্টায় ৭৫ টাকা খরচ করতে হবে আপনাকে যদি আপনি শুতে চান এসিতে। তবে শুধু এসিতে বসার জন্য খরচ করতে হবে ঘন্টায় ১০ টাকা। এদিকে ফুট স্পা, মাসাজ চেয়ার এইসমস্ত কিছুর ব্যবস্হা নিতে ১০ মিনিটে খরচ হবে ৭৫ টাকা।