সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

FD-তে সুদের হা’র বাড়লো, টা’কা রাখার আ’গে নতুন নিয়ম গু’লো জেনে নিন

শুধু আয় করলেই হবে না ভবিষ্যতের জন্য সে টাকা সঞ্চয়ও করতে হবে। বিশেষ করে অবসরের সময়টাকে সুরক্ষিত করে তোলার জন্য টাকা বিনিয়োগ করে থাকে সাধারণ মানুষ। সেটা যেকোনো যোজনা হোক কিংবা অন্যান্য কিছু।

তবে বিশেষ করে লক্ষ্য করা যায় মানুষের ফিক্স ডিপোজিট এর প্রতি ঝোঁক অনেকটাই বেশি লক্ষ্য করা যায়। সহজে বেশি সুদের হার পাবার জন্য মানুষ এই সহজ পথ বেছে নেয়। কিন্তু এই ফিক্স ডিপোজিট নিয়েই নিয়মের পরিবর্তন ঘটিয়েছে আর বি আই।

এবার সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর জন্য ফিক্স ডিপোজিট লাভজনক করে তোলার জন্য, আগের তুলনায় সুদের হার বৃদ্ধি করেছে আর বি আই। তাই এবার টাকা বিনিয়োগ করার আগে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরো পড়ুন: এবার ইমরান খানের ফোন চু’রি হয়ে গেলো, শো’র’গো’ল পাকিস্তান জু’ড়ে

জানা যাচ্ছে টাকা ম্যাচিউর হয়ে যাওয়ার পর যদি কেউ ফিক্স ডিপোজিটের টাকা আবেদন না করে, তাহলে সুদের হার অনেকটাই কমে যাবে। সাধারণত ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৫% বা তার বেশি সুদের হার দেওয়া হয়ে থাকে।

৫-১০ বছরের ক্ষেত্রেই সুদের হার দেওয়া হয়ে থাকে। তবে সেটা কমে গিয়ে ৩-৪% হয়ে যেতে পারে। মোটকথা ব্যাঙ্কে ফিক্স ডিপোজিট করা টাকা ম্যাচিওর হয়ে যাওয়ার পর, টাকা না তুলে নিলে সুদের হার কমে যাবে।

আগে নিয়ম ছিল যদি আপনি নির্ধারিত সময়ের পরেও টাকা না নেন, তাহলে তা অনির্দিষ্ট সময়ের জন্য পুনর্নবীকরণ করা যাবে। অর্থাৎ সেভিংস একাউন্টে উপর ধার্য হারে টাকা পাওয়া যাবে । কিন্তু এখন সেই নিয়মের বদল ঘটেছে।