Home আন্তর্জাতিক বিশ্বের একমাত্র দেশ যেখানে রাস্তার রং নীল, আছে বি’রা’ট কারণ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের একমাত্র দেশ যেখানে রাস্তার রং নীল, আছে বি’রা’ট কারণ

সে যে দেশ ই হোক না কেন রাস্তার রঙ সাধারণত কালোই হয়। কারণ রাস্তা তৈরিতে ব্যবহার করা হয় কাঠ কয়লা। তবে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে ব্যতিক্রম দেখা যায়। কারণ সেই দেশের রাস্তাগুলো রং কালো নয়, নীল। জানেন কি এ কোন দেশের কথা বলছি!

জানা যাচ্ছে কাতারের প্রতিটি রাস্তার রং নীল। তবে বরাবরই যে সেখানকার রাস্তা নীল ছিল তা কিন্তু নয়। কাতারের নীল রঙের রাস্তার পেছনে রয়েছে একটি কাহিনী।

সূত্রের খবর, ২০১৯ সালের আগে পর্যন্ত কাতারের প্রতিটি রাস্তার রঙ ছিল কালো। তবে ২০১৯ সালের পর প্রতিটি রাস্তার নীল রংয়ের করা হয়েছে।

আরো পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যজনক মৃ’ত্যু নববধূর, আ’ত্ম’হ’ত্যা না দু’র্ঘ’ট’না না হ’ত্যা?

কারণ স্বরূপ জানা যাচ্ছে, কাতার খুব গরম একটি শহর। তাই বিশ্ব উষ্ণায়নের তরফ থেকে বলা হয়েছে, নীল রং রাস্তার তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। নীল রংয়ের রাস্তা প্রায় ২০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমিয়ে দিতে পারে।

তাপমাত্রা আদতে হ্রাস পায় কিনা তা পরীক্ষা করতে এই নীল রঙের রাস্তা প্রথমে তৈরি হয় কাতারের দোহা শহরে। দেখা হয় যে বিজ্ঞানীদের এই তথ্য সম্পূর্ণভাবে সঠিক। তাই পরবর্তীকালে কাতারের সমস্ত শহরের রাস্তাগুলোয় নীল রঙ করে দেওয়া হয়। আর এই উপায়েই জলবায়ু পরিবর্তনে এই দেশ কঠিন সমস্যার হাত থেকে রক্ষা পায় আর তাপমাত্রাও কমে।