সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেললাইনে উ’ঠে এ’লো হাতি, ক’ষে ব্রে’ক করলেন লোকো পাইলট, এরপর যা হলো

লোকো পাইলট এর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে এই যাত্রায় বেঁচে গেল হাতির প্রাণ। ট্রেন চলছিল নিজের গতিতেই,কিন্তু হঠাৎ করেই ট্রেন লাইনের সামনে এসে পরে হাতি যার কারণে লোকো পাইলট এর ইমারজেন্সি ব্রেক চেপে ধরতে হয়।

এই ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গে, সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উত্তরবঙ্গের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এই ভিডিওটি শেয়ার করেছে। যা দেখে নেটি জেনেরা প্রশংসায় ফেটে পড়েছে।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি হাতি রেললাইন পার করার চেষ্টা করছে, আর সেটা দূর থেকেই দেখে ফেলেছে লোকো পাইলট। যার কারণে সময় থাকতে থাকতেই হঠাৎ করে ইমারজেন্সি ব্রেক কষে ধরেন তিনি।

আরো পড়ুন: বিদেশি হিসেবেই আ’ত্ম’হ’ত্যা করেছিলেন ছেলে, শে’ষ’মে’ষ ভারতীয় হলেন ৮৩ বছরের মা

যে কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না লাইনের ওপর, সহজেই হাতিটি এপাশ থেকে ওপাশে যেতে সক্ষম হয়। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল, সাথে অনেক প্রশংসা কুঁড়ায় ভিডিওটি।

উত্তর পূর্ব সীমান্তের রেলওয়ে এই ভিডিওটি রি-টুইট করেছে। উত্তরবঙ্গে মাঝেমাঝেই এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়। বিশেষ করে চালসা ও নাগরাকাটা লাইনে। কিন্তু সেখানেও একবার লোকো পাইলটের বুদ্ধিমত্তার কারণেই বেচে যায় হাতির প্রাণ।