সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব বিজেপির চাল, আমি কোনো অ’ন্যা’য় করিনি, দা’বি অর্পিতার

শুক্রবারই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বেহালার বাড়ি থেকে ২১.২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার বেশিরভাগটাই সরকারি খামে ছিল বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

এমনকি নগদ কোটি কোটি টাকা ছাড়াও শুক্রবারের তল্লাশিতে ওই ফ্ল্যাট থেকে মিলেছে ৫৬ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, ৭৯ লাখ টাকা মূল্যের সোনার গয়না, আটটি স্থাবর সম্পত্তির দলিল।

এছাড়াও ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। শনিবার গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। গতকাল রাত থেকেই তাঁকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি।

আরো পড়ুন: নতুন সিরিয়াল নি’য়ে ফি’র’ছে ছোট্ট নেতাজি, এখন কে’ম’ন দেখতে হ’য়ে’ছে অঙ্কিত?

এদিন গ্রেফতারির পর ফ্ল্যাট থেকে ইডির গাড়িতে ওঠার সময় বিজেপিকে নিশানা করেন অর্পিতা। অর্পিতা চট্টোপাধ্যায় চিৎকার করে বলেন, আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির চাল।