সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“ডক্টরেট” উপাধি লা’গা’তে নি’ষে’ধা’জ্ঞা, সুবীরেশকে ক’ড়া বা’র্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারে অন্যায়কারীদের কখনো ছাড় মেলেনি এখনও মেলেনা। আর তাই তো নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে কঠোর ‘সাজা’র কথা শোনালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শুধু তাই নয় গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, যত দিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে, তত দিন নিজের ‘ডক্টরেট’ উপাধি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বিচারপতি জানান, “আমার বিশ্বাস, বেআইনি ভাবে, দুর্নীতি করে এই সব প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।”

অবৈধ উপায়ে চাকরি পাওয়ার বিষয়টি স্বীকার করে নেন এসএসসির আইনজীবীও। তারপরই নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র প্রত্যাহার করে নেয় কমিশন। এছাড়াও, শুক্রবার উত্তরপত্র কারচুপি করে চাকরি পাওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করার জন্য এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলে জানা যায়।

আরো খবর: বহুমূল্য লিথিয়ামের খোঁ’জ মিললো দেশে! ব্যাটারি শিল্পে বি’রা’ট প্র’ভা’ব পড়তে পা’রে

এছাড়াও বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন কাদের নির্দেশে এত জনকে বেআইনি ভাবে নিযুক্ত করা হয়েছে? তাঁদের নাম প্রকাশ্যে আনার জন্য কমিশনের তদানীন্তন চেয়ারম্যান সুবীরেশকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এই মামলায় সুবীরেশকে যুক্ত করারও নির্দেশ দিয়েছেন।

আর এর জন্য শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি জেলবন্দী সুবিরেশকে। বিচারপতির নির্দেশ, আপাতত নিজের কোনও শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করতে পারবেন না সুবীরেশ। তাঁর পরিবারকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে বলেও জানান বিচারপতি।