সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রীকৃষ্ণ কেন মু’কু’টে ময়ূরের পে’খ’ম পরেন? আ’ছে এ’কা’ধি’ক গ’ল্প, জেনে নিন

আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মদিন। এইদিন জন্মাষ্টমী হিসেবে পালন করা হয় সর্বত্র। শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক আমরা সব সময় দেখতে পাই। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে সাজানোর জন্য ময়ূরের পালক ব্যবহার করা হয় অনেক জায়গায়। শ্রীকৃষ্ণের সিংহাসনে ময়ূরের পালক রাখলে নাকি তিনি খুব সন্তুষ্ট হন। এই ময়ূরের পালক নিয়ে একাধিক গল্প প্রচলিত আছে যার মধ্যে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব।

অনেকেই মনে করেন, শ্রীকৃষ্ণ ময়ূরের পেখম খুব পছন্দ করতেন। নিজের মুকুট এর মধ্যে সবসময় ময়ূরের পেখম লাগিয়ে রাখতে পছন্দ করতেন তিনি। আবার জ্যোতিষবিদদের মত অনুযায়ী, শ্রীকৃষ্ণের জন্মের সময় তার রাশিতে বেশ কিছু দোষ ছিল এবং সেই দোষ কাটানোর জন্য সর্বদা মাথায় ময়ূরের পালক লাগিয়ে রাখতেন তিনি।

অনেকের মত অনুযায়ী, শ্রীকৃষ্ণের রাশিতে কালসর্প দোষ ছিল। এই দোষের অশুভ প্রভাব তার জীবনে পড়েছিল এবং সেই প্রভাব কাটানোর জন্য তিনি সবসময় ময়ূরের পালক পরে থাকতেন।

আবার অনেকে মনে করেন, ছোটবেলায় কৃষ্ণ একেবারেই শান্ত ছিলেন না। ভীষণভাবে দুষ্টু ছিলেন তিনি। একদিন গবাদি পশুদের নিয়ে তিনি মাঠে গিয়েছিলেন। মাঠে গিয়ে তিনি দেখতে পান তার সঙ্গীরা সকলে ঘুমিয়ে পড়েছেন।সকলের ঘুম ভাঙ্গানোর জন্য বাঁশি বাজাতে শুরু করেন শ্রীকৃষ্ণ।

তাঁর বাশির সুর এতটাই সুন্দর ছিল যে তা শুনে আনন্দে নাচতে শুরু করে দেয় একদল ময়ূর। শ্রীকৃষ্ণ ময়ূর রাজের অনুরোধে নাচ করতে আরম্ভ করেন। বেশ কিছুক্ষণ একসঙ্গে নাচ করার পর ময়ূর রাজ শ্রীকৃষ্ণের পায়ের কাছে একটি পালক নিবেদন করেছিলেন, সেই পালক আজীবন তিনি তাঁর মাথায় পড়ে থাকতেন।