সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’য়’ক’টে’র ভ’য়ে আর সিনেমাহল নয়! এবার OTT-কেই ভ’র’সা করছে এই কয়টি বিগ বাজেটের ছ’বি

বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষদের এখন প্রিয় প্ল্যাটফর্ম ওটি টি, আর তাই এবার বলিউড প্রযোজক রাও সেই পথেই হাঁটছেন। যে কারণে একাধিক বিগ বাজেট সিনেমা এবার মুক্তি পেতে চলেছে ওটি টি প্লাটফর্মেই। আসুন জেনে নেওয়া যাক সেই ছবিগুলি কি কি যেগুলি আগামী দিনে ওটিটিতেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে:

ফেড্রি: এবার এই ছবিটি ওটিটিতেই মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির পরিচালক শশাঙ্ক ঘোষ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান এবং আলায়া এফ। কার্তিক আরিয়ান কে মূলত ভুলভুলাইয়া ২ এর পর এটিতে আবার দেখা যেতে চলেছে।

ডক্টর জি : এটিতে দেখা যেতে চলেছে আয়ুষ্মান খুরানাকে। তবে শুধুমাত্র আয়ুষ্মান খুরানা নয় তাঁর সাথে রয়েছেন রাকুল প্রীত সিংও অর্থাৎ এক দমদার ছবি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

গোবিন্দা নাম মেরা: এতে অভিনয় করছেন কিয়ারা আডবাণী, ভিকি কৌশল। ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। এটিও প্রেক্ষাগৃহে নয় বরং ওটিটি প্লাটফর্মে আগামী দিন মুক্তি পেতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

অ্যান অ্যাকশন হিরো: আয়ুষ্মান খুরানার আরও একটি ছবি। ছবির পরিচালক অনিরুদ্ধ আইয়ার, আয়ুষ্মান খুরানার পাশাপাশি ছবিতে অভিনয় করছেন জয়দীপ অহলাওয়াত, যিনি পাতাল লোক ছবিতেও অভিনয় করেছেন।

ব্লাডি ড্যাডি: আলি আব্বাস জাফর পরিচালিত ছবি যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহিদ কাপুর। ছবিটি একটি সুপারহিট ফরাসি ছবির উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

মিশন মজনু : এই সিনেমায় প্রথমবারের জন্য বলিউড পা রাখতে চলেছেন সুন্দরী নায়িকা দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মান্দানাকে। এটি তাঁর বলিউডে প্রথম ছবি, শান্তনু বাগচীর পরিচালিত এই ছবিটি আগামী ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে।

তবে বিকি কৌশল ও সারা আলী খানকে একই ফ্রেমে বন্দী করতে চলেছেন পরিচালক লক্ষণ উতেকারের আগামী ছবিতে। নাম অবশ্য এখনো ঠিক হয়নি, তার আগেই ছবির নানান মজার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটিও একটি অত্যন্ত বিগ বাজেটের ছবি।

শেষ পর্যন্ত এটি ও টি টি প্লাটফর্মকে বেছে নিয়েছে মুক্তির জন্য, এছাড়াও যশরাজ ফিল্মসের আগামী দুই ছবি মহারাজা ও তার গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি নিয়ে ধন্দ তৈরি হয়েছে। সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না ওটিটি তা এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি, তবে সবটুকুই আগামী দিনেই স্পষ্ট হয়ে যাবে।