সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Deposit Insurance: ৯০ দিনের মধ্যে ফে’র’ত পে’য়ে যাবেন টা’কা, দেশবাসীকে উ’প’হা’র মোদির

রবিবার দিল্লির বিজ্ঞানভবনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আমানতকারীদের জন্য একটি বিশেষ ঘোষণা করলেন। দীর্ঘদিন ধরে চলে আসা একটি সমস্যার সমাধান করেছেন তিনি। আমানতকারীদের প্রথম গ্যারান্টিড টাইম বাউন্ড ‘ডিপোজিট ইন্সুরান্স পেমেন্ট আপ টু ফাইভ লাখ’ বিষয়ক অনুষ্ঠানে তিনি ভাষণ দিয়েছেন।

সেভিংস, ফিক্সড, কারেন্ট এবং ফিক্সড ডিপোজিট ইত্যাদি আমানত বিমা পরিধির অধীনে ভারতে কর্মরত সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি ব্যাংক একাউন্টধারী উপকৃত হবেন বলে জানানো হয়েছে।আগে ব্যাঙ্কে জমার পরিমাণ শুধুমাত্র 50,000 টাকা পর্যন্ত গ্যারান্টি নিশ্চিত ছিল, তারপর তা বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। আমরা এই পরিমাণ 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছি।

প্রধানমন্ত্রী জানিয়েছেন গত কয়েকদিনে 1 লাখের বেশি আমানতকারী তাদের বছরের পর বছর ধরে আটকে থাকা টাকা ফেরত পেয়ে গিয়েছেন। এই টাকার পরিমান তেরোশো কোটির বেশি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে বলেছেন আজ দেশ সময়মতো সমাধানের মাধ্যমে সমস্ত সমস্যাকে আরো খারাপের দিকে এগোনোর হাত থেকে বাঁচাতে পারে।সরকার 90 দিনের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে এটি বাধ্যতামূলক করেছে। অর্থাৎ, ব্যাঙ্ক ডুবে গেলেও আমানতকারীরা তাদের টাকা 90 দিনের মধ্যে ফেরত পাবেন।

আজকের নতুন ভারত সমস্যা সমাধানের উপর জোর দিতে পারে। ভারত আজ আর সমস্যা এড়িয়ে যায় না। আগেই ব্যাংকে আটকে থাকা টাকা পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হতো। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং দরিদ্ররা নিজেদের টাকা পাওয়ার জন্য হয়রান হয়েছেন। ব্যাংকের নিয়মের এই সংস্কার তাদের উপকার করবে।