সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুল-কলেজে চাকরি নিয়ে বড়ো ম’ন্ত’ব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিছুদিন আগেই ব্রাত্য বসুর বাড়ির সামনে কয়েক শিক্ষিকার প্রকাশ্যে বিষ পান করাকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে ছিল। সংবাদমাধ্যমের সামনে শিক্ষক এবং অধ্যাপক নিয়োগ নিয়ে সবিস্তারে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সমস্ত প্রক্রিয়াকে চারটি ভাগে ভাগ করেন তিনি। প্রাথমিকের টেট, উচ্চ প্রাথমিকের টেট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ এবং কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমিক কলেজে শিক্ষক নিয়োগ।

ব্রাত্য বসু আরো বলেন, পুজোর আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে প্রায় চার হাজার। পুজোর পরে আরও ১ হাজার ৭০০ জনকে নিয়োগ করা হবে। স্কুল শিক্ষা আয়োগের ১২ হাজার চাকরি আমাদের হাতে রয়েছে কিন্তু আমরা কিছুতেই দিতে পারছিনা। আদালতে মামলা অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

আমাদের দুটি বিষয়কে মাথায় রাখতে হবে, যোগ্যতা এবং স্বচ্ছতা। যে মুহুর্তে আদালতে শুনানি শেষ হবে, সেই মুহূর্তে আমরা নিয়োগ শুরু করে দেব। মনে রাখতে হবে, নিয়োগ শিক্ষা দপ্তর করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতা এবং যোগ্যতার নিরিখে নিয়োগ করবেন শিক্ষকদের। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর ক্ষেত্রে আমরা জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে শূন্য পদের তালিকা চেয়ে নিয়েছি।

আন্দোলন অথবা বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা হয়তো কিছু মানুষকে আন্দোলন করছে দেখছেন, কিন্তু তার বাইরে বহু মানুষ আছেন যাদের চাকরি এখনো হয়নি। আন্দোলন করলে চাকরি পাওয়া যায় না। কিছু সংবাদমাধ্যম নিয়ে বিকাশ ভবনের সামনে চলে এসে এই চাই ওই চাই বললে তা পাওয়া যায় না। আমরাও চেষ্টা করছি চাকরি দেবার। কোন দল দেখে আমরা চাকরি দেবো না। স্বচ্ছতা ও যোগ্যতা থাকলে চাকরি পাবেন আপনি।