সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tonga-তে সমুদ্রের নিচে বি’রা’ট আগ্নেয়গিরির বি’স্ফো’র’ণ, বি’পু’ল ক্ষয়ক্ষতি

আগ্নেয়গিরিতে বিস্ফোরণের জেরে ভয়ঙ্কর বিপর্যয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ টঙ্গায়। ছাইয়ে কার্যত ঢেকে গিয়েছে রাজধানী নাকু’আলোফা। একাধিক এলাকায় আছড়ে পড়েছে সুনামির ঢেউ। তাতে গির্জা থেকে বসতি, ভেসে গিয়েছে সবকিছু।

এই বিপর্যয়ের পর থেকেই বাকি দুনিয়ার থেকে কার্যত বিচ্ছিন্ন টঙ্গা। তাই ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি নিয়ে নির্দিষ্ট তথ্য এসে পৌঁছয়নি। তবে ১৯৯১ সালে ফিলিপিন্সের বিপর্যয়ের পর থেকে আগ্নেয়গিরি থেকে এত বড় বিপর্যয় আগে দেখা যায়নি বলে দাবি বিজ্ঞানীদের।

গত কয়েক দিন ধরে একটানা বৃষ্টি এবং বজ্রপাতের পর শনিবার সমুদ্র গর্ভস্থ ফনুআফো’উ আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তাতে কেঁপে ওঠে টঙ্গা দ্বীপপুঞ্জ। ছাইয়ের বৃষ্টিতে ছেয়ে যায় রাজধানী এবং সংলগ্ন এলাকা।

উপকূল এলাকাকায় একই সঙ্গে সুনামির ঢেউ আছড়ে পড়ে। তাতে রাস্তাঘাট, বাড়িঘর সব জলমগ্ন হয়ে পড়ে। নেটমাধ্যমে তার বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সামনে এসেছে।