Home অফবিট ব্লেডেই এই ন’ক’শা দেখা যায়, আ’স’ল র’হ’স্য’টি জানেন কি?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্লেডেই এই ন’ক’শা দেখা যায়, আ’স’ল র’হ’স্য’টি জানেন কি?

প্রতিদিনের আমাদের জীবনের নানা কাজে এটি ব্যবহৃত হয়।কিন্তু আজ পর্যন্ত কখনো ব্লেড-এর এই নকশার পরিবর্তন হয়নি। কিন্তু কেন? ১৯০১ সালে জিলেট কর্মসংস্থার এর প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট এবং তার সহকর্মী উইলিয়াম নিক্সারসন একটি ব্লেড এর ডিজাইন করে আমেরিকায় তাদের ব্যবসা শুরু করেন।

সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার তিন বছর পর তারা 165 টি ব্লেড তৈরি করেন এবং এরপর আর তোদের পেছনে তাকাতে হয়নি। তারপর যাবতীয় নানা কিছু মাথায় রেখে তখন ব্লেড এর সাথে রেজারের হাতল আটকানোর স্ক্রু ও নাট ব্যবহৃত হতো। তখন জিলেট ই একমাত্র রেজার তৈরি করতো।

তাই সবাই সেই পথ অনুসরণ করা শুরু করলো। বর্তমান সময়ে নানা রকমের ব্লেড তৈরি হলেও ব্লেড এর কথা উচ্চারণ হলেই সবার ওই নকশাটি প্রথম মাথায় আসে।