সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভুল শু’ধ’রে নিলো ব্যাং’ক, ২০২১ সালে পা’শ করা ক্যান্ডিডেটরাও আ’সু’ন ইন্টারভিউয়ে

বিজ্ঞাপনেও আজকাল ছাপার ভুল! যা সাধারণত ‘টাইপো’ নামেই পরিচিত। ভুলবশত ‘আসতে পারেন’ এর বদলে লেখা হল ‘আসবেন না’! তাতেই নাকি চাকরির বিজ্ঞাপন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। কাগজে দেওয়া সেই বিজ্ঞাপনটির একটি ছবি বিভিন্ন নেটমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপেও ছড়িয়ে পড়ে। ব্যাঙ্কের স্বীকারোক্তি, বিজ্ঞাপনটিতে যে শর্ত দেওয়া হয়েছিল, তা নেহাতই ছাপার ভুল, ইচ্ছাকৃত নয়।

বেসরকারি ব্যাঙ্কের মাদুরাইয়ের একটি শাখার ব্রাঞ্চ সেল অফিসারের চাকরির জন্য দেওয়া হয় বিজ্ঞাপনটি। ২৪ ঘণ্টা আগে এই বিজ্ঞাপনটি প্রকাশ পায়, যেখানে লেখা ছিল চাকরির ইন্টারভিউয়ে ‘২০২১ সালের পাশ করা পড়ুয়ারা আসবেন না।’ এরূপ ‘অদ্ভুত শর্ত’ দেওয়ার জন্য যথেষ্ট সমালোচিত হতে হয়েছে বেসরকারি ব্যাঙ্কের কর্তৃপক্ষকে। ব্যাঙ্কের মুখপাত্র বলেছেন, ‘‘এই ভুলের জন্য আমরা অনুশোচনা প্রকাশ করছি। যে কোনো বছরের পাশ করা স্নাতকরাই ওই চাকরির জন্য আবেদন করতে পারেন।’’ বুধবার তারা ভুল শুধরে নিয়ে নতুন করে বিজ্ঞাপনে লেখেন, ‘২০২১ সালে পাশ করা ব্যাচের পড়ুয়ারাও ইন্টারভিউয়ের জন্য আসতে পারেন।’

বিভিন্ন মহলে উল্লেখ করা হচ্ছে ২০২১ সালের পাশ করা পড়ুয়াদের ব্যাচ ‘করোনা ব্যাচ’। সেই কারণেই এই ব্যাচের পড়ুয়ারাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন। এরই মধ্যে জাতীয় স্তরের একটি বেসরকারি ব্যাঙ্কের বিজ্ঞাপনের এমন শর্ত যথেষ্ট চিন্তা বাড়িয়েছিল তাদের।

এই ঘটনায় বিজ্ঞাপনদাতা সংস্থাটিকেও দোষারোপ করা হচ্ছে। তাদের কাজকর্মের গাফিলতি নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ, তারাও বিজ্ঞাপন প্রকাশের সব শর্ত যাচাই না করেই ওই বিজ্ঞাপনটি প্রকাশ করেছিল।