সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গঙ্গা নদীর তলায় ৫২০ মিটার, কোন মাসে শুরু পরিষেবা?

কলকাতার ঐতিহ্যের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন পালক। গঙ্গার নীচ দিয়ে এই প্রথম চলবে মেট্রো। দেশে প্রথম জলের নিচে ছুটবে ট্রেন। বহুদিন ধরেই কলকাতাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে জলের নিচে মেট্রো চাপতে।সব প্ল্যান মাফিক চললে খুব শীঘ্রই এই আশা পূরণ হতে চলেছে। গঙ্গা (হুগলি নদীর) -র নিচে জোড়া সুড়ঙ্গ বরাবর চলবে মেট্রো।

বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছিল যে রবিবারেই সম্পন্ন হতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে এই আন্ডার ওয়াটার মেট্রোর প্রথম ট্রায়াল রান। কিন্তু শুক্রবার মেট্রো রেল জানিয়ে দেয় যে রবিবার কোনও ট্রায়াল রান হচ্ছে না। রবিবারে শুধুমাত্র মেট্রো লাইনের কয়েকটি রেক সরানোর কাজ হবে।

তবে গতকাল গঙ্গার তলা দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি রেক এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে পৌঁছেছে। এই ট্রায়াল রান সফল হয়েছে। কিন্তু বাণিজ্যিক ভাবে মেট্রো পরিষেবা শুরুর জন্য আরও কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছে রেল মন্ত্রক।

আরো খবর: আজ দিনটি বৃহস্পতিবার, দেখে নিন রাশিফল কি বলছে (13.04.2023)

ভবিষ্যতের কোন দুর্ঘটনা এড়াতে এই নদীর নিচের অংশের সুরক্ষা খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এরপর ধাপে ধাপে পরীক্ষামূলক রান এবং কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেতে প্রায় সাত মাস সময় লাগবে।

এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানের মধ্যে 4.8 কিলোমিটার সুড়ঙ্গের কাজ শেষ হয়েছিল প্রায় এক বছর আগে। সম্প্রতি শিয়ালদা ও এসপ্ল্যানেডের মধ্যে 2.5 কিলোমিটারের কাজও শেষ হয়েছে। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা।

নদীর নিচের জোড়া টানেলগুলি 520 মিটার গভীরে অবস্থিত। এই পথ অতিক্রম করতে 45 সেকেন্ড সময় লাগবে।33 মিটার গভীরতা সম্পন্ন হাওড়া মেট্রো স্টেশনটি হতে চলেছে দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন।