সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গঙ্গাসাগরে ফে’র বিলাসবহুল ক্রুজ, পর্যটক টা’ন’তে উ’দ্যো’গ IRCTC-র

প্রধান উদ্দেশ্য হল পর্যটন, আর সেটাকে বৃদ্ধি করতে পর্যটকদের কথা মাথায় রেখেই ফের হুগলি নদীতে বিলাসবহুল ক্রুজের ব্যবস্থা করল আইআরসিটিসি। গোটা মরশুম জুড়ে এই পরিষেবা দেওয়া হবে পর্যটকদের।

মূলত প্রধান উদ্দেশ্য হল বিদেশী পর্যটকদের টানা আজ বৃহস্পতিবার এই চুক্তি সাক্ষর করা হবে মিলেনিয়াম পার্ক জেটিতে ভিভাডা গ্রুপের সাথে, এর আগে এই সংস্থার সাথে চুক্তি করে গঙ্গাসাগরে নিয়ে যেত আই আর সিটিসি। আগের তুলনায় গঙ্গাসাগরে যাওয়া অনেকটাই সহজ হয়ে গেছে, তবে বাস ও ভেসেল বদলে যেতে হয় গঙ্গাসাগরে, আর মেলার সময় তো কোনো কথাই নেই।

মেলা যখন হয় তখন হাজার হাজার বিদেশীরা আসে, তাদের কথা মাথায় রেখেই সব কিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে আই আর সিটিসি। মোট কথা তীর্থ স্থান মন্দির যাতে সবাই সহজে দর্শন করতে পারে তার জন্যি এই সিদ্ধান্ত। আসলে শুধু ভারতীয় দের নয় যারা কিনা অন্য দেশ থেকে এসেছে তাদের দেশের বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে জানাতে এই সিদ্ধান্ত।

আরো পড়ুন: ফুঁ’স’ছে তিস্তা! লাল স’ত’র্ক’তা জা’রি তিস্তার পাড় জু’ড়ে

জানা যাচ্ছে কলকাতার মিলেনিয়াম পার্কের জেটি থেকে এটি ছাড়বে সকালে রওনা দিলে পৌছাবে ঐদিন রাতে। মন্দির দর্শন, স্নান ও মেলা দেখানোর পর আবার সেটি ফিরে আসবে । আই আর সিটিসির পরিকল্পনা হল বর্ষার সময় নদীতে জল বেশী থাকে, সেই সময়টা বাদে বছরের প্রায় সবসময় থাকবে এই ব্যবস্থা। আগামী দিনে ভাড়া কমানোর দিকেও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে।