সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমপ্রেমের স’ম’র্থ’নে যাদবপুরের পড়ুয়ারা কলকাতার রাস্তায়

ভালোবাসা কখনো লিঙ্গ ভেদাভেদ মানে না। ভালোবাসার অধিকার সবারই রয়েছে। সম্প্রতি এই বার্তা নিয়ে কলকাতার রাজপথে দাপিয়ে বেড়ালো একদল ছেলে মেয়ে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিএফএম কোনয়জারের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিলে স্লোগান হয়েছিল ছেলে ছেলেতে প্রেম করেছে বেশ করেছে বেশ করেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল বের হওয়ার পর এইটবি বাসষ্ট্যান্ড থেকে গোলপার্ক ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। এই মিছিলে উপস্থিত ছিলেন বহু ছেলে মেয়ে।

আরো পড়ুন: এই গাছের বয়স ২০০ বছর, এখনো ফল দিয়েই চ’লে’ছে এই কাঁঠাল গাছ

সংস্থার সভাপতি সৃষ্টি সরকার এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার কথাই এখনো সমাজে অনেক বাধা রয়েছে যা অতিক্রম হওয়া দরকার।

তাদের কথায় ফ্রিডম অফ লাভকে সাপোর্ট করা উচিত। তবেই একটি সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। যাদবপুর থানার সামনে যখন এই মিছিলের আয়োজন ছিল তখন কিছু কর্মসূচি পালন করেছিলেন তারা। গান নাচের মাধ্যমে তারা তাদের বার্তা সমাজের কাছে পৌঁছে দিতে চাইছিলেন।