সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই গাছের বয়স ২০০ বছর, এখনো ফল দিয়েই চ’লে’ছে এই কাঁঠাল গাছ

তামিলনাড়ুর পানরুটি এলাকাতে 800 হেক্টর জমির উপর কাঁঠাল গাছের চাষ করা হয়। এই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে একটি গ্রাম যেখানে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ।

স্থানীয়দের দাবি এই গাছের বয়স নাকি 200 বছরেরও বেশি। 200 বছর ধরে এই গাছটি ফল দিয়ে আসছে।ওই গ্রামের কৃষক সংগঠন এর প্রেসিডেন্ট এস রামস্বামী জানিয়েছেন তারা চার পুরুষ ধরে এই গাছের রক্ষণাবেক্ষণ করে আসছেন।

200 বছর হয়ে গেলেও এই গাছটি এখনো 150 থেকে 200 টি করে কাঁঠাল দেয়। প্রত্যেকটি কাঁঠালের ওজন হয় তিন থেকে 12 কিলোগ্রাম করে। স্বাদের দিক থেকে অন্য গাছের তুলনায় একেবারেই আলাদা।

আরো পড়ুন: সিনেমা ক’রা ক’বে ছাড়ছেন অক্ষয়? সময় জা’নি’য়ে দিলেন খিলাড়ি কুমার

এই এলাকায় প্রত্যেক বছর 45 থেকে 50 হাজার মেট্রিকটন কাঁঠাল উৎপাদিত হয়। ইতিহাসের পাতাতেও এলাকার কাঁঠাল চাষ এর কথা উল্লেখ রয়েছে। গুণগত মানের দিক থেকে এই কাঁঠাল নাকি এতটাই ভাল যে মোট উৎপাদিত ফসলের 95% রপ্তানি করা হয়। এই উৎপাদিত ফসল এতটুকুও নষ্ট হয় না।