সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমার দাঁত এখনো উঠছে না, প্রধানমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীকে চি’ঠি দুই শিশুর

ছোট শিশুরা কতরকমেরই অদ্ভুত কাজ করতে পারে। সত্যিই অনেক সময় তা ভাবনার অতীত হয়ে ওঠে। এই সমস্ত মজার মজার কাজগুলিই শিশুদের সরল মনের পরিচয় দেয়। এই যেমন ধরুন, আসামের দুই খুদে সদস্য ৬ বছরের রইসা রাওজা আহমেদ এবং ৫ বছরের আরিয়ান আহমেদ কি বিপদেই পড়েছে।

তাদের দুধের দাঁত পড়ে গিয়েছে এবং নতুন দাঁত উঠতে অনেক সময় লাগছে। তাই পছন্দসই খাবার চিবিয়ে খেতে খুবই অসুবিধা হচ্ছে তাদের। এমনই দাঁতের সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পৃথক পৃথক চিঠি দিয়েছে তারা।

https://www.facebook.com/themukhtar9/posts/4140505636075756

শিশুদের কাকা মুখতার আহমেদ ফেসবুকে ওই দুই শিশুর চিঠি শেয়ার করেছেন। গত ২৫ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এই পোস্টটি। বলার অপেক্ষা রাখে না,এমন মজার চিঠি মুহুর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এক শিশু চিঠিতে লিখেছে,’ প্রিয় মোদীজি আমার ৩টি দাঁত উঠছে না, ফলে খাবার চিবোতে অসুবিধা হচ্ছে।’

চিঠিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই দুই শিশুর কাতর আবেদন, অনুগ্রহ করে তারা যেন শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেন। শিশুমনের এই সরল আবেদন বেশ পছন্দ হয়েছে ফেসবুক ইউজারদের। অনেকেই নানারকম মজার মজার কমেন্ট করেছেন পোস্টটিতে।