সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০১২ সালেও প্রাথমিক TET-এ বেআইনি নি’য়ো’গ হয়েছে!

এবার সামনে আসল আরেক অবাক করা তথ্য। রাজ্যে এখন নিয়োগ দুর্নীতি নিয়ে দারুণ রব উঠেছে। শাসক দলের অনেক নেতা মন্ত্রী নাকি এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। সম্প্রতি একটি খবর সামনে এসেছে এই দুর্নীতি নিয়ে।

সেটা হল ২০১৪ সাল শুধু নয় ২০১২ সালের প্রাথমিক টেটেও দুর্নীতি হয়েছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতির মামলায় ব্যাঙ্কশাল আদালতে ধৃত তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জী ও ঘনিষ্ট প্রোমোটার আয়ন শীলের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল ইডি।

১১৩ পাতার একটি চার্জশিট দাখিল করা হয়েছে। আর সেখানেই জানানো হয়েছে ২০১২ সালেও নাকি প্রাথমিক টেটে দুর্নীতি হয়েছে। ২০১২ সালে ও ২০১৪ সালে চাকরি দেওয়ার নাম করে ৪৫ কোটি টাকা তুলেছিল অয়ন শীল।

আরো খবর: ক্যাটরিনাকে ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই ভ’য় পেতেন! কারণটা কি? কি ফাঁ’স করে দেবেন অভিনেত্রী?

১০০০ প্রার্থী হবে, যার মধ্যে ১৮ কোটি টাকা তিনি নিজেই রেখেছিলেন। চার্জশিটে জানিয়েছে, তারা অয়নের ২৩ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে।

তার ব্যাঙ্কে নগদ ২ কোটি টাকাও রয়েছে ও ২২ লক্ষ শেয়ারে বিনিয়োগ রয়েছে, এখানেই শেষ নয় হুগলিতে নাকি ২০ টি ফ্ল্যাট রয়েছে অয়নের।